শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার উপর হামলা, থানায় অভিযোগ

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] জেলার বোয়ালখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার উপর হামলা চালিয়েছে বিএনপি, জামায়াত-শিবিরের কর্মীরা।

[৩] উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের মহিউদ্দিন শাহ মাজারের সংলগ্ন রাস্তার উপর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের ২য়বর্ষের ক্লাস কমিটির সভাপতি ও আমুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক এস.এম.ইয়াছিনের উপর গত ১৭ মে (রবিবার) রাতে এ হামলার ঘটনা ঘটে।

[৪] হামলার ঘটনায় হামলার শিকার ছাত্রলীগনেতা এস.এস.ইয়াছিন বাদী হয়ে হামলাকারি একাধিক মামলার আসামী স্থানীয় গোলবক্সের ছেলে শেখ কামালকে (৪০) প্রধান আসামী, মোহাম্মদ আলমগীর (৪৫), মোহাম্মদ জামাল ((৩০) এবং বদিউল আলমের ছেলে কছিম উদ্দিন (৩২), জানে আলমের ছেলে মোহাম্মদ ইউসুফকে (৩২) আসামী করে ১৮ মে (সোমবার) বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন।

[৫] জানাযায়, সারাদেশের ন্যায় করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের কারণে এলাকার কৃষকদের আবাদি জমিতে রোপিত ধান কাটা ব্যহত হলে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের ২য়বর্ষের ক্লাস কমিটির সভাপতি ও আমুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক এস.এম.ইয়াছিনের নেতৃত্বে এলাকার ২০/৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্থানীয় জনৈক মোহাম্মদ মনিরের জমির পাকা ধান কেটে দেয়। ধান কাটার ছবি মোবাইলে ধারণ করে পরবর্তীতে ছাত্রলীগ নেতা ইয়াছিন সহ স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়।

[৬] ফেসবুকে পোস্ট দেয়া ছবিতে ৪নং বিবাদী কছিম উদ্দিন ও মোহাম্মদ ইউসুফ তাহাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু এবং ছাত্রলীগ নেতাদের নিয়ে বিভিন্ন ধরণের খারাপ মন্তব্য করে কমেন্টস করে ও স্ট্যাটাস দেয়। ছাত্রলীগ নেতা ইয়াছিন সহ স্থানীয় নেতাকর্মীরা তার প্রতিবাদ করলে বিবাদীরা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর করবে বলে হুমকি-ধমকি প্রদান করে।

[৭] এর জেরধরে ছাত্রলীগ নেতা ইয়াছিন তারাবির নামাজ পড়ার জন্য ঘরথেকে মসজিদে যাওয়ার পথে মহিউদদ্দিন শাহ মাজারের সংলগ্ন রাস্তায় পৌছলে বিবাদীরাসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্রে নিয়ে হামলা চালায়। এসময় বিবাদীদের উপর্যুপুরি হামলায় ইয়াছিন গুরুতর আহত মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

[৮] বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম বলেন, ছাত্রলীগ নেতা ইয়াছিনের উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়