শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২২, মোট মৃত্যু-২

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুরে ১৬ জন এবং রাতে ৬ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এ নিয়ে জেলায় শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা ১৩২ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪০ জন।

[৩] স্বাস্থ্য বিভাগ থেকে বৃহস্পতিবার রাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের ৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

[৪] নতুন শনাক্তকৃতদের ৫ জন সদর উপজেলার বাসিন্দা এবং একজন কমলনগরের। সদরের একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল আসে।

[৫] এদিন দুপুরে একই পরীক্ষাকেন্দ্র থেকে ৩৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে ১৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার নয়জন, রামগঞ্জের পাঁচজন, রায়পুরের একজন এবং কমলনগরের একজন।

[৬] খোঁজ নিয়ে জানা গেছে, ১৮ মে (সোমবার) বিকেলে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে জাহিদ হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। পরে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়। একই সাথে আশপাশের কয়েকজন লোকের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ওই যুবককে চিকিৎসা দেওয়া একজন পল্লী চিকিৎসকও রয়েছেন।

[৭] বৃহস্পতিবারের নমুনা পরীক্ষার ফলাফলে ওই পল্লী চিকিৎসক এবং তার এক সহযোগীর করোনা শনাক্ত হয়। বিকেলে তাদের বাড়ি লকডাউন করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়