শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরের মুক্তিযোদ্ধার জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছপালা কেটে নেওয়ার অভিযোগ

আফজাল হোসেন: [২] গাজীপুরের শ্রীপুর রাজাবাড়ী ইউনিয়নের পাবুয়ারচালা গ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে একপক্ষের গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠছে।

[৩] মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বে জমির দখল নিতে নিরীহ পরিবারের গাছপালা কেটে নিয়ে গেছে বলে মঙ্গলবার শ্রীপুর থানার অভিযোগ দায়ের করা হয়েছে। বিবাদিরা ঘরের পাশে এক্সকেভেটর দিয়ে মাটিনখনন করছে বলে জানা গেছে।

[৪] অভিযোগকারী সারোয়ার কায়সার রাজাবাড়ী ইউনিয়নের পাবুয়ারচালার গ্রামের বাসিন্দা। তিনি জানান, জমিটি তার মা ও খালাদের পৈত্রিক সূত্রে পান তারা। কিন্তু তা অবৈধ জবরদখল করে রেখেছন স্থানীয় কয়েকজন।

[৫] তারা হলেন, ইউসুফ, জাকির, তাহমিনা, আমেনা, ফাতেমা। তিনি জানান, তাকে ও তার খালাত ভাই বোনকে জমি থেকে উচ্ছেদ করতে বিবাদিরা তাদের শারীরিকভাবে আঘাত করে। এ নিয়ে এর আগে একটি মামলা চলমান আছে। সম্প্রতি তারা জমি দখলে নিতে জমিতে থাকা গাছপাল কেটে নেয়। একমনকি ঘরের পাশ থেকে গর্ত করে মাটি তুলে তাদের সেখান থেকে উৎক্ষাত করতে চেষ্টা করছেন। এ ঘটনায় গত মঙ্গলবার আবারো শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

[৬] এ বিষয়ে বিবাদী ইউসুফ জানান, বন্টননামায় নাম না থাকায় মামলা করা হয়েছে। আমরা তাদের উচ্ছেদ করতে চেষ্টা করছি না। বরং আমাদের বৈধ জমি বৈধভাবে ফিরে পেতে চাইছি।

[৭] এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি)লিয়াকত আলী জানান,অভিযোগ হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়