শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আসল চ্যালেঞ্জ সামনে, কৃষি উৎপাদন অব্যাহত রাখা

মুনশি জাকির হোসেন : ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ গত ২ দশকে অর্জন করেছে। এই অবস্থা অনেকটা প্রফেশনালিজম, প্রাতিষ্ঠানিকীকরণ পর্যায়ে পৌঁছে গেছে। এই সব দুর্যোগ আসলেই প্রশাসন, জনগণের কী কী করণীয় সে সব বিষয়ে একধরনের স্বয়ংক্রীয় সমন্বিত ব্যবস্থাপনা গড়ে উঠেছে, যেটি সকলের জন্যই ভালো লক্ষণ। যে কারণে ক্ষয়ক্ষতি, প্রাণহানি তুলনামূলকভাবে কম। তবে, দ্বিতীয় ধাপে পুনর্বাসন পর্যায়ে সরকারি বাজেট, সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

 

যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যারা স্বচ্ছল, যাদের সঞ্চয় আছে, যাদের ঘরে বসে কয়েকমাস চলার রসদ আছে তারাই মূলত করোনা নিয়ে বেশি আতঙ্কিত, তারাই মূলত লকডাউন/শাটডাউনের পক্ষে। যেদিন তাদের সঞ্চয়/পুঁজি শেষ হবে সেদিনও তারাও বলবে, কীসের লকডাউন। সেদিন তারাও খেটে খাওয়া প্রান্তিক জনগণের মতো রাস্তায় নেমে আসবে। লকডাউন যদি করতেই হয়, তাহলে হার্ড লকডাউন করা উচিত, যেখানে মাথাপিছু হারে ধনী-গরিব, সরকারি-বেসরকারি সকলেরই সমান হারে সরকারি বেতন/ভাতা/সহায়তা থাকবে। হার্ড ইমিউনিটি ছাড়া করার তেমন কিছুই নেই। গতমাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে, করোনাভাইরাস কনটেইন করে রাখা সম্ভব না, ইউকে জরিপ বলছে, প্রতি ৪০০ জনে ১ জন করোনাভাইরাস পজেটিভ। বাংলাদেশও এই একই অবস্থা বিদ্যমান। তবে, যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা ভালো, তারা টিকে যাচ্ছে।

 

বাংলাদেশের আসল চ্যালেঞ্জ সামনে, কৃষিজ উৎপাদন অব্যাহত রাখা। ৪ মাস পূর্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব তেমন না থাকাতে ধান লাগানো পর্বে তেমন ব্যাঘাত ঘটেনি। কিন্তু সামনের ধানের মৌসুমে সেটি একটি বড় চ্যালেঞ্জ। পুলিশ/প্রশাসন/ছাত্রলীগ/হার্ভেস্টার দিয়ে ধান কাটা গেলেও ধান লাগানো/বীজতলা/জমি প্রস্তুত করার মতো কাজ কৃষক/কৃষি শ্রমিকদেরকেই করতে হবে। এটি নিয়ে সরকার/কৃষি মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিবে সেটিই দেখার বিষয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়