শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের মুভমেন্ট পাস নিয়ে শুরুতেই কনফিউশন তৈরি হয়ে গেলো, কেন?

আরিফ জেবতিক : পুলিশের মুভমেন্ট পাস নিয়ে শুরুতেই কনফিউশন তৈরি হয়ে গেলো। যেহেতু সাইটটি এখনো টেস্টিং পর্যায়ে আছে, তাই সেখানে কোনো তথ্য দেওয়া নেই (এমনিতেও অবশ্য সরকারি ওয়েবসাইট যারা বানায় তারা দরকারি তথ্যটি অধিকাংশ সময়ই ওয়েবসাইটে দিতে ভুলে যায়)। সুতরাং কনফিউশন দূর করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। সেই সুবাদে, আমার কিছু প্রশ্ন আছে।

 

[১] বলা হচ্ছে যে, ‘যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে’Ñ এটা কনফিউজিং। মানে আমি মুদির দোকানে দেড় কেজি মসুর ডাল কিনতে যাব। আমার তো এক পাসেই ‘মসুর ডাল কিনিবার নিমিত্তে ধানমন্ডি হইতে কারওয়ান বাজারে যাইবার এবং ফিরিবার পাস- বেলা ১২টা হইতে দুই ঘণ্টার জন্য প্রযোজ্য’ -দিয়ে দিলেই হয়। ‘মসুর ডাল কিনতে যাওয়ার পাস’ এবং ‘মসুর ডাল কিনে বাড়ি ফিরিবার পাস’ -এভাবে দুইটা পাস আলাদা নেওয়ার কথা নিশ্চয়ই বলা হচ্ছে না, নাকি?
[২] বলা হচ্ছে যে, ‘প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে। একটি পাস একবার ব্যবহারযোগ্য’।

 

এটিও কি অধিকাংশ ক্ষেত্রে সময় ও রিসোর্সের অপচয় মনে হচ্ছে না? একজন ডাক্তার-নার্স, সাংবাদিক এরকম পেশার লোকদের তো প্রতিদিন বের হতে হচ্ছে। ওষুধের দোকানদার তো প্রতিদিনই দোকানে যাবেন। শপিং মল তো সীমিত আকারে খুলেই দিয়েছেন আপনারা। তাহলে তাদের মাসিক পাস না দিয়ে প্রতিদিন পাস (তাও আবার যাইবার একটা, ফিরিবার একটা) নিতে হবে কেন?
আমার কাছে এই নিউজগুলো উল্টাপাল্টা লেগেছে। মানে, কর্তৃপক্ষ নিশ্চয়ই এতো হাস্যকরভাবে করবেন না যে ‘মসুর ডাল কেনার জন্য দুইটা আলাদা আলাদা পাস’ ইস্যু করবেন। সুতরাং এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের একটি পরিষ্কার সংবাদ বিজ্ঞপ্তি অথবা অনলাইন সংবাদ সম্মেলন হয়তো বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়