শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরবর্তী অর্থনীতিতে কৃষি হতে পারে প্রধান চালিকাশক্তি

প্রিয়াংকা আচার্য্য : [২] কৃষির নানা খাত, কৃষকের স্বাস্থ্য, ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর কৃষি বিষয়ে বাংলাদেশ ইন্সিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিসের গবেষকদের সঙ্গে সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে আয়োজন করেন শাইখ সিরাজ।

[২] বিআইডিএস’র মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদ বলেন, কিছু কিছু গবেষণা হয়তো আমরা স্বল্পমেয়াদেই হাতে নিতে পারবো। এরকম কিছু সম্ভাবনা আছে আমাদের। সক্রিয়ভাবে এখন সবসময় আমরা চেষ্টা করি ক্রিটিক্যাল রিসার্চ এরিয়াগুলো সন্ধান করার।

[৩] ড. নাজনীন আহমেদ বলেন, আমরা একটা অটো রাইস মিলকে কতো বড় হতে দিবো সেটিও আমাদের বিবেচনায় আনতে হবে। আগে ছোট ছোট চাতাল ছিল। সেখানে অনেক নারী শ্রমিক কাজ করতেন। তাদের আমরা বেকার করে দিচ্ছি কিনা সে বিষয়েও আমারে খেয়াল রাখা উচিত।

[৪] বিআইডএস’র আরেক গবেষক জানান, একবার আমরা একটা ক্যাটালিস্টের জন্য ইনক্লসিভ বিজনেস অ্যাগ্রিকালচারের প্রতিবেদন তৈরি করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম কৃষকের জন্য আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে সে ধীরে ধীরে বাণিজ্যিকভাবে চাষ পদ্ধতি রপ্ত করতে পারে।

[৫] তৃণমূলের কৃষকের মতামত নিয়ে আগামী অর্থবছরের বাজেটের জন্য অর্থমন্ত্রী বিবেচনায় নিতে পারেন এমন সুপারিশগুলো গবেষকদের আমলে নেয়ার জন্য আলোচনায় বলা হয়।

[৬] শাইখ সিরাজ বলেন, বর্তমান অবস্থা বিশ্লেষণ করে ধারণা করা যায় আমাদের পোশাক খাত আবার আগের অবস্থানে নাও থাকতে পারে। বিদেশ থেকে রেমিট্যান্স আসাও কমে গেছে। যারা পাঠাতেন তাদের একটা বড় অংশ চাকরি চলে যাওয়ায় দেশে ফেরত আসছেন। ফলে এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা হবে।

[৭] এ পর্যন্ত দেশের অর্থনীতির চাকা মূলত এ দুটো খাতই সচল রেখেছে। সুতরাং আগামীতে কৃষি খাত আমাদের জন্য একটা বড় সুযোগ হবে অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখার। সূত্র : চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়