শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২২ মে, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়িতে গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাতে অতিরিক্ত গুনতে হবে একহাজার টাকা : স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার : [২] গত ২৪ ঘণ্টায় আরো নতুন চারটি ল্যাব সংযোজিত হয়েছে, বলে জানালেন, স্বাস্থ্য অধীদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নিয়মিত আজ বৃহস্পতিবার স্বাস্থ্য বুলেটিনে বলেন, ৪টি নতুন ল্যাবের যার মধ্যে ঢাকায় ২টি এবং ঢাকার বাইরে ২টি। ঢাকার বাইরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে । স্বাস্থ্য মন্ত্রণালয় এর বাইরে থেকেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহায়তা করায় তিনি ধন্যবাদও কৃতজ্ঞতা জানান।

[৩] ঢাকার মধ্যে ২টি বেসরকারি প্রতিষ্ঠান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বায়োমেড ডায়াগনস্টিকস পিসি আর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান গুলো নির্ধারিত ফী (অন্তঃবিভাগ ও বহিঃবিভাগ এর রোগীদের জন্য ৩,৫০০ টাকা, বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ করলে অতিরিক্ত আরো ১০০০ টাকা) এর বিনিময়ে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবে, স্বাস্থ্য অধীদপ্তরের প্রেসবার্তায় জানানো হয়।

[৪] স্বাস্থ্য বুলেটিনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৫ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৫,৬০২জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯.৬৫% এবং মৃত্যুরহার ১.৪৩%। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উল্লেখ করেন, নিজের সুরক্ষা নিজের হাতে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য বাড়িতে থাকা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া, প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, নিয়মিত সাবান পানি দিয়ে ২০ সেঃ ধরে হাত ধোয়ার উপর তিনি জোরদেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, বেশি করে পানি বা তরল খাবার খাওয়া, প্রোটিনযুক্ত খাবার ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।

[৫] নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি তৈলাক্ত খাবার ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন এবং সামান্য জ্বর-কাশি, হাঁচি সর্দি, গলাব্যাথা হলে বাড়িতে বসে চিকিৎসা গ্রহনের অনুরোধ জানান। তিনি আরও বলেন আদা ও লবঙ্গ মিশ্রিত গরম পানি, কালজীরা, মধু, গরমপানি পান করলে কোভিড-১৯ আক্রান্ত রোগীরা ভাল ফল পেয়েছেন বলে জানিয়েছেন, তিনি সকলকে তা অনুসরণের আহবান জানান।

[৬] শিশু, বয়োজ্যৈষ্ঠ, গর্ভবতী মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন যেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন। স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তোলা এবং মানসিক সুস্থতা বজায় রাখাসহ করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারআহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়