শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে রাঙ্গামাটিতে প্রবেশ নিষেধাজ্ঞা: দোকানপাট বন্ধের নির্দেশ !

চৌধুরী হারুনুর রশীদ : [২] রাঙ্গামাটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৪৩ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরোপরিভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ জন। রাঙ্গামাটিতে দু-একদিনের ব্যবধানে একসাথে ১৭ জন করোনায় শনাক্ত হওয়ায় জেলাতে আতঙ্ক বিরাজ করছে। বুধবার ( ২০মে ২০২০) করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি জেলা প্রশসানের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরী সভায় রাঙ্গামাটি শহরে ঈদ উপলক্ষে যাহাতে বাইরে থেকে কেউ আসতে না পারে সেজন্য কঠোরভাবে বিধি নিষেধ পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জরুরী অ্যাম্বুলেন্স ও রোগী নিয়ে চট্টগ্রামে যাওয়া এবিষয় বাদে রাঙ্গামাটিতে প্রবেশের জন্য কোনো সুপারিশ প্রশাসন নজর দিচ্ছে না। এছাড়াও বুধবার বিকাল ৪ টা থেকে শহরের ঔষধ-কাঁচাবাজার-মুদিদোকান ও বিকাশসহ জরুরী সেবা বাদে মাকের্ট,শপিংমল ও দোকানপাট বন্ধের ঘোষণা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরী সভায় এ নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

[৩] জরুরী সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি)উত্তম কুমার দাশ, বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি জোনের স্টাফ অফিসার মেজর নাজমুল ইসলাম,পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমানসহ রাঙ্গামাটি শহরের বনরূপা বহত্তর বাজার সমিতি,রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজার সমিতির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

[৪] তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রাঙ্গামাটিতে সীমিত আকারে দোকানপাট খোলা হয়েছে। সরকারি বিধি নিষেধে বলা হয়েছে দোকানে কোনো ক্রেতা প্রবেশের আগে স্যানিটাইজার, জীবানুনাশক দিয়ে হাত পরিস্কার করে ও মুখে মাস্ক দিয়ে দোকানে প্রবেশ করতে হবে। কিন্তু তথ্যসূত্র অনুযায়ী শহরের দোকানপাট ও মার্কেটগুলোতে এই বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব না মেনে মার্কেট,শপিংমল ও দোকানপাট পরিচালনা করা হচ্ছে। সেকারণে রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা নিয়ন্ত্রণ প্রথমে শহরে অপ্রয়োজনীয়,মার্কেট,শপিংমল,দোকানপাট বন্ধ রাখতে হবে। না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তবে এ ক্ষেত্রে শুধু প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে থাকলে হবে না। জনগণ যদি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিধি নিষেধ পালন করে তবেই রাঙ্গামাটিতে করোনা পরিস্থিতি মোকাবেলা সম্ভব।

[৫] জরুরী সভায় জেলা প্রশাসক আরো বলেন, বুধবার থেকে প্রতিদিন বিকাল ৪ টার আগে শহরের সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে। জরুরী সেবা বাদেও হাসপাতালে কোনো রোগীর আত্মীয়দের না যাওয়া এবং যদি কেউ বিধি নিষেধ অমান্য করে তাৎক্ষনিক জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে জানানোর নির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়