শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দের দূর্গম কুশাহাটা চরের কোনো বাসিন্দার নাম

কামাল হোসেন : [২] করোনা সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন দুস্থ পরিবারের আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছেন। ওই কর্মসূচির দুস্থদের তালিকায় গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরশহর মিলিয়ে ৬হাজার ৭শ পরিবারের মধ্যে, দৌলতদিয়া ইউনিয়নের ২হাজার পরিবার এ কর্মসূচিতে অন্তর্ভক্ত হয়েছে। কিন্তু এ তালিকায় স্থান হয়নি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম কুশাহাটা চরের কোন পরিবারের।

[৩] জানা যায়, কুশাহাটা চর একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে ১০৮টি পরিবারে প্রায় সহ¯্রাধিক মানুষের বসবাস। যাদের অধিকাংশেরই পেশা কৃষিকাজ ও মৎস শিকার। করোনা দুর্যোগকালীন সময়ে ২ মাসেরও অধিক সময় কর্মহীন হয়ে ঘরে বসে থেকে এই দুর্ভোগ আরও চরম আকার ধারন করেছে। মানবেতর জীবন যাপন করছেন ওই চরের বাসীন্দারা।

[৪] কুশাহাটা চরের বাসিন্দা খায়রুল বেপারী, ছুরাই মন্ডল, মোজাই ফকিরসহ অনেকেই জানান, প্রায় ২ মাসেরও অধিক সময় বাড়িতে বসে আছি, কোন কাজ কর্ম নাই। মাছ ধরে ও ফসল উৎপাদন করে তাদের সংসার চলতো। এখন হাট বাজারে যেতে পারছেন না। শুনছেন প্রধানমন্ত্রী নাকি মোবাইলে দরিদ্রদের টাকা দিচ্ছেন, কিন্তু এই চরের কেউ তো মোবাইলে সেই টাকা পায়নি। মেম্বর-চেয়ারম্যানরা তাদের নাম তালিকায় রাখেননি।

[৫] দৌলতদিয়া ১নং ওয়ার্ড সদস্য মোঃ কাশেম জানান, চাহিদা অনুযায়ী তার ওয়ার্ডে কম পরিবার এ সুবিধা পাচ্ছে। ওয়ার্ডে ভোটার সংখ্যাই ২ হাজার ৯০০ জন সেখানে মোবাইলে টাকা আসার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে মাত্র ১০০ জন। এ তালিকায় কুশাহাটার কোন বাসিন্দা নেই। তবে পরে সহায়তা এলে তাদেরকে দেয়া হবে।

[৬] গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু জানান, মোবাইলে প্রধানমন্ত্রীর উপহার দুস্থদের প্রদানের জন্য উপজেলায় ৬হাজার ৭শ জনের তালিকা চুরান্ত করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে এ তালিকা করা হয়েছে। কুশাহাটার কোন বাসিন্দার নাম প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় আছে কি-না তা আমার জানা নাই। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়