শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২১ মে, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের একদিনেই সর্বোচ্চ ৩৯ রোগীর করোনা শনাক্ত,আতঙ্কে মানুষ !

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : [২] ফরিদপুরে একদিনের এ পর্যন্ত সংখ্যার হিসেবে সর্বোচ্চ সংখ্যক ৩৯জন রোগির করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এ খবরে সাধারণ মানুুুুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

[৩] আক্রান্তের সংখ্যার দিক দিয়ে জেলার আলফাডাঙ্গায় সর্বোচ্চ ১৩জন শনাক্ত হয়। এছাড়া নগরকান্দায় ৬জন, বোয়ালমারী ৫জন, সদরপুরে ১জন, ভাঙ্গায় ৩জন, ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসক সহ ৫জন ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩ ষ্টাফসহ ৬জন রোগি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ জেলায় এ পর্যন্ত ১০৭ জন রোগির করোনা শনাক্ত হলো।

[৪] আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৮টায় উপজেলার চৌরাস্তা এলাকায় একজন পাগল মারা যায়। পরে তারা পাগলটির নমুনা সংগ্রহ করে পাঠালে তারও করোনা পজিটিভ এসেছে। সে পুরো আলফাডাঙ্গা ঘুরে বেড়িয়েছে বলে জানায় স্থানীয়রা। এ নিয়ে মোট ১৮ জন করোনা রোগী আক্রান্ত হলো আলফাডাঙ্গাতে। পাগল ১ জন, বাজড়া এলাকায় ৫ জন, কুচিয়াগ্রাম এলাকায় ৫, চান্দড়া এলাকায় ১ ও নওয়াপাড়া এলাকায় ১ জন।

[৫] ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, ফরিদপুরে বুধবার নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৭ জন। তিনি বলেন আমরা এখন আক্রান্তদের বাড়ি গুলোকে লকডাউনসহ করোনার যে নিয়ম রয়েছে সে গুলো গ্রহণ করবো।

[৬] এদিকে জেলায় একদিনে এতো বিপুল সংখ্যক রোগি করোনায় শনাক্ত হওয়ায় সর্ব সাধারণের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়