শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২১ মে, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জ জেলা হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ :[২] হাসপাতাল ট্রলিতে ছেলের নিথর মরদেহ নিয়ে বিলাপ করছেন মা শিখা বেগম। অভিশাপ দিচ্ছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের। বিনা চিকিৎসায় একমাত্র ছেলে চঞ্চল হোসেনের (২০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ মায়ের।

[৩] বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আমতলায় এ চিত্র দেখা যায় সরেজমিনে।মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে চঞ্চল।

[৪] এ বিষয়ে জানতে চাইলে চঞ্চলের বোন সুমাইয়া আক্তার জানান, ঢাকার একটি প্রেসে চাকুরী করেন তার ভাই চঞ্চল। বুধবার সকালে ঢাকা থেকে বাড়ি আসেন তিনি। বাড়িতে এসে তাড়াহুড়া করে ভাত ও গরুর মাংস খাওয়ার সময় এত টুকরো মাংস আটকে যায় গঁলায়।

[৫] এরপর তাকে নিয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন তারা। তবে হাসপাতালে নিয়ে আসার পরে করোনা আক্রান্ত সন্দেহে তার পাশে আসেনি কোন চিকিৎসক। এর কিচ্ছুক্ষন পর চঞ্চল মারা গেছে বলে তাদেরকে জানানো হয় জরুরী বিভাগ থেকে।

[৬] চঞ্চলের মা শিখা বেগম জানান, দুই মেয়ে আর ছেলে চঞ্চলকে নিয়ে তার সংসার। স্বামী মারা গেছে দীর্ঘদিন। পারিবারিক অভাবের কারণে ছেলেকে চাকুরী দিয়েছেন ঢাকার একটি প্রেসে। গতকাল মুঠোফোনে ছেলে গরুর মাংস রান্না করতে বলেন তাকে।

[৭] পরে আজ সকালে ওই গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার সময় গঁলায় আটকে যায় তার। এরপর হাসপাতালে নিয়ে আসলে বিনা চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়। তিনি এই ঘটনা তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি জানান।

[৮] মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ মাহফুজ জানান, হাসপাতালে আনার আগেই গঁলায় মাংস আটকে মৃত্যু হয় চঞ্চলের। হাসপাতালের জরুরী বিভাগে আনার পর ইসিজি করে বিষয়টি নিশ্চিত করে তাদেরকে জানানো হয়।

[৯] এ বিষয়ে জানতে হাসপাতালের তত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ’র মুঠোফোনে একাদিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। সরেজমিনে তার কার্যালয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তিনি উপস্থিত না থাকার কারণে তার সাক্ষাত পাওয়া যায়নি। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়