শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরস্কের সঙ্গে মুদ্রা বিনিময় ১৫ বিলিয়ন আরব ডলার পর্যন্ত বাড়ালো কাতার

ইসমাঈল আযহার: [২] তুরস্কের সেন্ট্রাল ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তির পরিমাণ ৫ বিলিয়ন আরব ডলার থেকে বাড়িয়ে ১৫ বিলিয়ন ডলার করা হয়েছে। আজ বুধবার জারিকৃত ওই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই চুক্তির লক্ষ হলো স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য সহজকরণ ও উভয় দেশে আর্থিক স্থিতিশীলতা। আল আরাবিয়া

[৩] খবরে বলা হয়, তুরস্কে চলতি মাসে অস্বাভাবিক হারে মুদ্রা সংকোচন দেখা দিয়েছে। এদিকে দেশটির সেন্ট্রাল ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ব্যবসীরা। এই পরিস্থিতিতে কর্মকর্তারা বহিরাগত তহবিল ব্যবস্থার কথা বলছেন।

[৪] তুরস্কের অর্থ মন্ত্রণালয় এবং সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা কাতার এবং চীনে তাদের সমমানের বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ বাড়াতে বলেছেন। কর্মকর্তারা যুক্তরাজ্য ও জাপানেও অনুরূপ সুবিধার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

[৫] বিশ্লেষকরা বলছেন, তুরস্ক যদি কয়েক বিলিয়ন ডলারের তহবিল ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে মুদ্রা সংকোচন তলানিতে এসে ঠেকবে। ঠিক ২০১৮ সালে যেমন তুর্কি লিরার অর্ধেক মূল্য হ্রাস পেয়েছিলো।

[৬] দু ‘দেশের সর্বশেষ চুক্তি অনুযায়ী, তুর্কি লিরা এবং কাতারি রিয়ালেই বাণিজ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়