শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভৈরবে করোনার উপসর্গে আরো ১ জনের মৃত্যু

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : [২] ভৈরবে মঙ্গলবার রাতে করোনার উপসর্গ নিয়ে জানে আলম ( ৪০) নামে সবজি বিক্রেতা মারা গেছেন । পরে রাতেই স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে । সে শহরের চন্ডিবের মোল্লাবাড়ির মনসুর মোল্লার পুত্র বলে জানা গেছে। মারা যাওয়া জানে আলমের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ।

[৩] জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় সে নিজ বাড়িতে থাকা অবস্থায় প্রচন্ড জ্বর ও শ্বাস কষ্ট দেখা দিলে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । খবর পেয়ে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি সদস্যরা নিহত ব্যাক্তিকে স্বাস্থ্য বিধি মেনে রাতেই দাফন সম্পন্ন করে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে ।

[৪] এ বিষয়ে নিহত ব্যাক্তির বড় ভাই মোস্তফা আলম জানান, গত ১৫ দিন আগে তার জ্বর দেখা দিয়েছিল পরে ঔষধ সেবনে সুস্থ হয় । কিন্ত মঙ্গলবার সন্ধ্যায় সে হঠাৎ করে অসুস্থ বোধ করলে আমরা তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

[৫] এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা জানান, নিহত ব্যক্তি জ্বও, শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছে । স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে । এছাড়া নিহত ব্যাক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে । নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

[৬] এর আগে গত ১৫ মে করোনার উপসর্গ নিয়ে অমিয় দাস ( ৬০) নামে মৎস্য ব্যবসায়ী মারা গেছেন । ১৫ মে শুক্রবার রাতে প্রচন্ড জ্বর ও শ্বাস কষ্ট দেখা দিলে পরিবারের সদস্যরা ভৈরব ট্রমা সেন্টারের চিকিৎসক ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ বুলবুল আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি তাদেরকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন । পরে রাতেই সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ভৈরব উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ বুলবুল আহমেদ জানান, অমিয় দাস করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি । কিন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন । তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে । পরে নমুনার রিপোর্টে পজেটিভ ধরা পড়েছে । সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়