শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ ধাপে লকডাউন প্রত্যাহার করবে সিঙ্গাপুর

ইমরুল শাহেদ : [২] স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, লকডাউন প্রত্যাহার শুরু হবে ২ জুন থেকে। এর প্রধান লক্ষ্য হলো, অর্থনীতির চাকা সচল করা। এক্সপ্রেস ট্রিবিউন, স্ট্রেইট টাইমস

[৩] মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কম ঝঁকিপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড দিয়ে প্রত্যাহারের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

[৪] মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘শুধু বড়রাই নয়, প্রত্যেককে গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। যারাই ঘর থেকে বের হবেন, প্রত্যেককেই মাস্ক পরতে হবে।’

[৫] লকডাউন প্রত্যাহারের পর নতুনভাবে কতজন করোনা আক্রান্ত হয়, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারিতে থাকবে।

[৬] যদি আক্রান্তের সংখ্যা কম এবং স্থিতিশীল থাকে ও বিদেশি কর্মীদের আক্রান্ত হওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তাহলেই সিঙ্গাপুর দ্বিতীয় ধাপে যাবে।

[৭] মন্ত্রণালয় উল্লেখ করে, ‘দ্বিতীয় ধাপে সব ধরনের সামাজিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে।’ এ সময়ে হোটেল-রেস্তোরাঁ, খুচরা দোকান এবং খেলাধূলারও অনুমোদন দেওয়া হতে পারে।

[৮] তৃতীয় ধাপে গিয়ে সব ধরনের বিধিনিষেধই প্রত্যাহার করা হবে। তবে এ ব্যাপারে কিছু নির্দেশনা থাকবে। এ সময়ে শারীরিক দূরত্ব রক্ষা এবং জনবহুল স্থান এড়িয়ে চলার শর্তে বড়দের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

[৯] এ সময়ে সিঙ্গাপুর সীমান্ত এলাকাও খুলে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়