শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের নেতিবাচক মানসিকতার কারনেই উন্নতমানের পেসার তৈরী হয় না, জানালেন ওয়াসিম

রাকিব উদ্দীন : [১] বিশ্বমানের পেসার তৈরীরে বরাবরই সেরা পাকিস্তান ক্রিকেট। দেশটিতে যেমন দুর্দান্ত পেসার তৈরী হয় উপমহাদেশে এমন পেসারের দেখা খুব কমই মিলে। গতকাল বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সাথে লাইভে এসে পাকিস্তানের এরকম পেসার তৈরীর রহস্য জানালেন একসময়ের দুর্দান্ত পেসার ওয়াসিম আকরাম।

[২] বাংলাদেশের সাথে পাকিস্তানের উইকেটের ধরন সদৃশ থাকলেও পাকিস্তানের মতো উন্নতমানের পেসারের দেখা মিলে না বাংলাদেশে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল এর রহস্য জানতে চাইলে ওয়াসিম আকরাম বলেন, ‘আমার মনেহয় যখন দেখবেন, তরুণ একজন বোলার ভালো গতিতে বল করছে, ভালো ভবিষ্যৎ রয়েছে, প্রথমেই তার মানসিকতাটার লাগাম টেনে ধরতে হবে। তাকে কখনোই এটা বলবেন না যে, স্লো পিচে খেলা হচ্ছে, তুমি উইকেট পাবে না। শুরুতেই এই নেতিবাচক মানসিকতাটা আপনার আটকাতে হবে।’

[৪] ‘সে যদি আগেই ধরে বসে যে এই উইকেটে পেসারদের জন্য কিছু নেই, উইকেট পাবে না। তাহলে শুরুতেই তার মানসিকতা বদলে যাবে। উইকেট নিয়ে নেতিবাচক ধারনা তৈরি হবে। তাকে শিখতে হবে কিভাবে বল সুইং করাতে হয়, কিভাবে স্লো উইকেটে ফুলার লেন্থে বল করতে হয়।’– সাথে যোগ করেন তিনি।

[৫] ওয়াসিম মনে করেন পার্থক্য তৈরি করে মানসিকতা, ‘আমি ব্যক্তিগতভাবে টেস্ট ম্যাচে স্লো উইকেটে বল করতেই স্বাচ্ছন্দ্যবোধ করতাম। কারণ স্লো উইকেটে বল সুইং করানো যায়, উইকেট টু উইকেট বল করা যায়। বাংলাদেশের পিচে উইকেটে টু উইকেট বল করলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে যাবে। আমার ধারণা, এখানে পার্থক্যটা শুধু মানসিকতায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়