শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা থেকে গ্রামে ছুটছেন হাজার হাজার মানুষ ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা : বিশেষজ্ঞদের

মিনহাজুল আবেদীন : [২] ঈদ সামনে রেখে ঢাকা থেকে গ্রামের পথে ছুটতে শুরু করেছেন মানুষ। অথচ দেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সমকাল

[৩] মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৫নং পন্টুন এলাকায় পদ্মা নদীতে দৌলতদিয়াগামী ঈদযাত্রী বোঝাই ট্রলারডুবির ঘটনাও ঘটছে। দেশ রূপান্তর

[৪] এদিকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে জনসমুদ্র এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ করলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ এড়িয়ে অবৈধ ট্রলারে চড়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। শারীরিক দূরত্ব তো দূরে থাক, মানছে না কোনো আইন। কালের কন্ঠ

[৫] এই ভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞার পরও গ্রামমুখী মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না। সোমবার ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পথে মানুষের ঢল নেমেছিল মাওয়া, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে। জনস্রোত থামাতে শেষ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

[৬] গণপরিবহন বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, পিকআপভ্যান ভাড়া করে হাজার হাজার মানুষ ঢাকা ছেড়েছেন। এ অবস্থায় বিপদ বাড়ছে গ্রামের। করোনার সংক্রমণ এবার গ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্নিষ্ট বিশেষজ্ঞরা।

[৭] জাতীয় রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অধিকাংশ মানুষ তা মানছেন না। এতে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া আরও দীর্ঘ হবে। অধিকসংখ্যক মানুষ শনাক্ত ও মৃত্যুবরণ করবেন।

[৮] ডা. সহিদুল্লা বলেন, কার্যকর লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করা এবং একের পর এক ভুলের কারণে আমরা ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছি। পরবর্তী ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী থাকব। তবে এ প্রতিরোধ করতে সবাইকে সচেতন হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়