শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুর্নিঝড়ে জনজীবন ও সম্পদ রক্ষায় পুলিশের পরামর্শ

ইসমাঈল হুসাইন ইমু : [২] ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বাত্মক সহযোগিতার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। ঝড়ের সময় কী করতে হবে, সে বিষয়ে সাধারণ জনগণকে কিছু পরামর্শ দিয়েছে পুলিশ।

[৩] পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, যেসব এলাকায় আম্ফানের আঘাত হানার জোরালো আশঙ্কা আছে, সেসব এলাকার লোকজনকে যত দ্রুত সম্ভব নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যেতে হবে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় শুকনো খাবার ও খাবার পানি সঙ্গে নিতে হবে। রাতে চলাচলের জন্য লাইট, ব্যাটারি ইত্যাদি সাথে রাখতে হবে। গৃহপালিত পশু-পাখি যতটা সম্ভব নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে।

[৪] ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা আছে। তাই, ঘূর্ণিঝড় চলাকালে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন। ঘরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা বন্ধ রাখুন। প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্য পানিরোধী পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখুন।

[৫] আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, যেমন: মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার নিতে ভুলবেন না। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখেই অবস্থানের চেষ্টা করুন। ঘূর্ণিঝড়ের পর উদ্ধার অভিযানের রেসকিউ সামগ্রী ও রেসকিউ বোর্ডের প্রয়োজন হতে পারে। এজন্য স্পিড বোট, রেসকিউ বোট, নৌকা, লাইফ জ্যাকেটসহ অন্যান্য সামগ্রী ভালোভাবে সংরক্ষণ করুন। স্বেচ্ছাসেবক কিংবা পুলিশের সহায়তা নিন।

[৬] যেকোনো প্রয়োজনে পুলিশের স্থানীয় ইউনিটের সাথে যোগাযোগ করতে পারবেন। যেকোনো সহযোগিতার জন্য সদা প্রস্তুত পুলিশ। প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়