শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে করোনার সংক্রমণ ঘনবসতির ক্যাম্পে কতোদূর বিস্তৃত হবে সে আশঙ্কার কথা ভাবতেই অস্বস্তি লাগছে

অধ্যাপক আবুল হাসনাৎ মিল্টন : মাস দুয়েক আগের কথা। জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক উচ্চ পদস্থ কর্মকর্তা বললেন, দেশের বস্তি আর রোহিঙ্গা ক্যাম্পে করোনা ছড়িয়ে পড়লে কী অবস্থা হবে? আমার চোখের সামনে ঢাকার বস্তি আর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ছবি ভেসে উঠতেই তখন শিহরে উঠেছিলাম। গতমাসে কথা প্রসঙ্গে তিনি আবারো বললেন, সামনে তো আবার ঘূর্ণিঝড়-সাইক্লোনের কাল। লোকজন শেল্টার হোমে শারীরির দূরত্ব কীভাবে মেইনটেইন করবে? সেই থেকে কায়মনোবাক্যে প্রার্থনা করেছি, রোহিঙ্গা ক্যাম্পে যেন করোনার সংক্রমণ না হয়। আরো চেয়েছি, এ বছর যেন ঘূর্ণিঝড় বা সাইক্লোন না হয়। কিন্তু নিয়তির বয়েই গেছে আমার কথা শোনার জন্য।

 

কক্সবাজাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনার সংক্রমণ শুরু হয়েছে। এই সংক্রমণ যে ঘনবসতির ক্যাম্পে কতোদূর বিস্তৃত হবে, সেই আশঙ্কার কথা ভাবতেই কেমন অস্বস্তি লাগছে। এদিকে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে সুপার সাইক্লোন ‘আম্ফান’। তার তা-বেই বা কতটা ল-ভ- হবে উপকূলের জনপদ, কে জানে?
এমনিতেই বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলা কমিয়ে দিয়েছি। আমরা কথা বললে যদি সরকার বিব্রত হয়, তাহলে না হয় কথা বললামই না।

 

আমরা চুপ থাকলে যদি বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে তাই সই। নি¤œমানের পিপিই সরবরাহ আর মাস্ক চুরিতে যাদের কোনো বোধোদয় হয় না, চুরির প্রতিবাদে আমরা কথা বললে তো তাদের বিশেষ অনুভূতিতে আঘাত লাগবেই। তবে তাই হোক, আমরাও সবকিছু লিখে রাখি গোপন নথিতে। আপাতত উপরের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়