শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিদি, আপনার জন্ম কেন পাকিস্তানে!

মোস্তফা ফিরোজ : কয়েকদিন ধরে বিতর্ক চললো মুশফিকের ব্যাট নিলামে কেন শহীদ আফ্রিদি কিনলেন তানিয়ে। নিলামে ব্যাট কেনার সেই ১৭ লাখ টাকা আবার দেশে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে। এটা ভেবে অনেকে আবার লজ্জা অপমানে কোথায় মুখ লুকাবেন তেমন জায়গা খুঁজে পাচ্ছেন না। এমনটা হলো কেন? আফ্রিদির অপরাধ হলো তিনি একজন খেলোয়াড়, কিন্তু পাকিস্তানি। অন্যদেশের খেলোয়াড় হলে সমস্যা হতো না। বিশেষ করে তিনি যদি পশ্চিমা কোনো দেশের হতেন, তাহলে সবাই প্রশংসা করতে করতে কাহিল হয়ে যেতেন।

এমনকি তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হোক এমন দাবিও হয়তো উঠতো। কিন্তু পাকিস্তানি হবার কারণে যতো বিপত্তি। তাহলে কি আফ্রিদি পাকিস্তানে জন্ম নিয়ে ভুল করেছেন?
[২] আমাদের অনেকের জন্ম পাকিস্তানে। কিন্তু আমরা লড়াই করেছি পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে। স্বাধীনতাযুদ্ধ করে স্বাধীন হয়েছি। এখন যারা আমরা পাকিস্তানে জন্ম নিয়েছি তারা কুঁকড়ে থাকবো এজন্য। মোটেও না। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় আচরণের জন্য কোনো দেশ ও তার জনগণ অপরাধী হতে পারে না। তেমনি আফ্রিদি পাকিস্তানি হবার কারণে পাকিস্তানি শাসকগোষ্ঠীর ভুলের দায় তার ওপর বর্তায় না। সুতরাং আফ্রিদি নিলামে মুশফিকের ব্যাট কিনে ভুল করেননি। আর সেই অর্থ দেশের দূর্গতদের মাঝে বিতরণের সিদ্ধান্তও অন্যায় হতে পারে না। বরং আমরা লক্ষ্য করলাম এই সংকটের সময় এক মানবিক আফ্রিদির অভ্যুদয় ঘটলো। এটাকে সাধুবাদ জানানো উচিত। আচ্ছা, মুশফিকের এই ব্যাট যদি ভারতীয় কেউ কিনতেন, তাহলে কি অন্যায় হতো? মোটেও হতো না। সেটাও সমানভাবে প্রশংসিত হতো। কেউ কেনে নাই বলে কি নিন্দিত হবেন? না, হবেন না। এটা যার যার অভিপ্রায়। [৩] এবার আর একটি কথা বলি।

 

আফ্রিদি যার ব্যাটটি কিনলেন সেই মুশফিক কি কিছু বলেছেন? তিনি কি রাগ হয়েছেন? দুঃখ পেয়েছেন? এমন কোন কথা কিন্তু তার মুখ থেকে শুনি নাই। তাহলে সমস্যাটা কাদের হচ্ছে? অথচ মুশফিক কিন্তু কিছুদিন আগে খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাকে ছাড়াই বাংলাদেশ দল খেলে এসেছে। মুশফিক যাননি পাকিস্তান বিরোধী কোনো বিদ্বেষ থেকে? মনে হয় না। তিনি হয়তো নিরাপদ বোধ করেননি। তার পরিবার হয়তো চায়নি। তিনি পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন, তাহলে হয়তো তার নিলামে বিক্রি হওয়া ব্যাট আফ্রিদির কাছে যাওয়াতে হতাশ ও দুঃখ পেয়ে বক্তব্য দিতে দেননি। আবার মুশফিক ছাড়া যারা পাকিস্তানে গিয়ে খেলে এসেছিলো তারা কি ভুল করেছে? তাদের কি আমরা বয়কট করবো? নিশ্চয় না। আসলে খেলাকে খেলার ভিতরে রাখুন। বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আছে। সেই সম্পর্কে টানাপোড়েনও আছে।

 

এসব বিষয় এই লেখায় আর তুললাম না। পাকিস্তানে মহিলা ক্রিকেট দল যাবে কী যাবে না সেই বিতর্ক যখন শুরু হয়েছিলো তার ইতি টেনেছিলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলতে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। দেশ চালান তিনি। তিনি বোঝেন কোথায় কতোটুকু এগোতে হবে। আবার পেছাতে হবে। ভারত ও পাকিস্তান নিয়ে যখন কোনো বিতর্ক ওঠে তখন দেখা যায়, আমাদের কেউ কেউ তারা আর বাংলাদেশে থাকেন না। তখন হয় তারা পাকিস্তানি, না হয় ভারতীয় হয়ে যান। বাংলাদেশি খ্ুঁজে পাওয়া যায় না। বিশ্ব রাজনীতিকে হীন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা যায় না। স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, দেশে পক্ষে থেকে অন্যদের নিয়ে স্বাস্থ্য সম্মত আলোচনা সমালোচনা করুন। অন্ধ ও জঙ্গি সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। সিনিয়র সাংবাদিক। ফেসবুব থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়