শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী ও গতি

আহসান হাবিব : আমরা ভালোবাসি গতি। তাইতো যখন নদীর পাশে বসে তার বুকে ঢেউ দেখি, ভালো লাগে। যখন নদীর উপর নৌকার চলে যাওয়া দেখি কাছে থেকে দূরে, আমাদের চিত্তে আনন্দের দোলা দেয়। নদীর এপার থেকে ওপারে যাই সাঁতরে, চমৎকার এক অনুভূতি হয়। যখন বন্যা এসে নদীকে যৌবনবতী করে, তখন তার রূপ আরও মনোহর লাগে, দুকূল ছাপিয়ে নয়, জীর্ণতাকে ছেটে ফেলে নতুন রূপে সাজায়। এইসব গতির জীবন্ত খেলা।

 

আবার নদী যখন জলশূন্য হয়, বেদনা এসে ভিড় করে।
গতি মানেই চলমানতা। তাই তো যখন আমরা নদী ছেড়ে এসে কোন দীঘি কিংবা পুকুরের পাশে এসে বসি, আমাদের মনে জাড্যতা এসে ভিড় করে। আবার যখন সামান্য বাতাস এসে ছোট ছোট ঢেউ তোলে, তাতে কাগজের নৌকা ভাসিয়ে অকারণ পুলকে মাতি।

 

কিংবা টুপ করে যখন একটা বাঁশপাতা ঝরে পড়ে, তার দুপাশে ঢেউ ওঠে, কী যে সুন্দর লাগে সেই দৃশ্য! এই সবই গতির খেলা। মহাবিশ্বের প্রতিটি বস্তু গতিময়, তাই তো সে এতো সুন্দর। মনে হয় মহাবিশ্ব একটি বিশাল নদী আমরা সবাই তার উপর ভেসে চলেছি ঢেউ হয়ে, নৌকো হয়ে...।

  • সর্বশেষ
  • জনপ্রিয়