শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২০ পরিবারকে ঈদসামগ্রী দিলেন ৫ ভ্যানচালক

ডেস্ক রিপোর্ট : [২] রাজশাহীর বাঘায় ৫ ভ্যানচালকের নিজস্ব অর্থায়নে ১২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি, ময়দা।

[৩] জানা গেছে, আড়ানী রেলস্টেশন নূরনগর এলাকার ভ্যানচালক জুয়েল রানা, শরিফ উদ্দিন, ছোটন হোসেন, ফিরোজ আহম্মেদ, আরিফ হোসেনের নিজস্ব অর্থায়নে ১২০টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন। ঈদসামগ্রীগুলো তাদের ভ্যানের ওপর সাজিয়ে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।

[৪] এ বিষয়ে ভ্যানচালক জুয়েল রানা, শরিফ উদ্দিন, ছোটন হোসেন, ফিরোজ আহম্মেদ, আরিফ হোসেন বলেন, আমরা ৫ বন্ধু দীর্ঘদিন থেকে রাস্তায় ভ্যান চালাই। করোনাভাইরাসের কারণে দরিদ্র মানুষের কথা মনে পড়ে। আমরা কোনো রকমে দিন পার করলেও আমাদের চেয়ে যারা দরিদ্র তারা এই দুর্যোগের মধ্যে অনেক কষ্টে আছেন। সেই চিন্তা থেকে আমরা ৫ বন্ধু একত্র হয়ে আমাদের চেয়ে যারা দরিদ্র তাদের তালিকা তৈরি করে নূরনগর কদমতলা এলাকায় এই ঈদসামগ্রী বিতরণ করেছি।

[৫] তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই ৫ জনের মধ্যে কেউ কেউ ভাঙ্গা ঘরে বসবাস করেন। তারপরও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

[৬] আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম বলেন, আড়ানী পৌরসভা ও ইউনিয়নের সীমান্ত এলাকা নূরনগর এলাকা। এই এলাকার মানুষ বাস্তবে অনেক দরিদ্র। তবে ৫ দরিদ্র ভ্যানচালক হয়ে অতি দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণের কথা শুনেই তাদের স্বাগত জানিয়েছি।যুগান্তর, ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়