শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রিটেনের অর্থনীতি আগের অবস্থায় ফিরতে সময় নেবে: রিশি সুনাক

মুসা আহমেদ: [২] করোনা বিস্তার রোধে ডাকা লকডাউনে বিপর্যস্ত ব্রিটেনের অর্থনীতি। এরইমধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করলেও লকডাউন এখনও অব্যাবহত রয়েছে দেশটিতে। লকডাউন পুরোপুরি শিথিলের পরেও ব্রিটেনের অর্থনীতি আগের রূপে ফিরতে সময় নেবে বলে মনে করছেন দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক। রয়টার্স

[৩] মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী রিশি সুনাক। তিনি বলেন, লকডাউন শিথিল করলেই যে তৎক্ষণাৎ আগের অবস্থায় ফিরে আসবে দেশের অর্থনীতি, বিষয়টা এমন না। অর্থনীতি আগের অবস্থায় ফেরাটা অনেক সময়ের ব্যাপার।

[৪] খুচরা বাণিজ্যিক প্রতিষ্ঠান চালুর বিষয়ে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান চালু করার অনুমতি দেয়া হলেও করোনা বিস্তার রোধে কিছু বিধিনিষেধ অব্যাহত থাকবে। ওই প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধির নিয়ম মেনেই চালুর বিষয়ে বিবেচনা করা হবে। প্রয়োজনে এক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে।

[৫] তিনি আরো বলেন, অর্থনীতির যেসব ক্ষেত্র এখন লকডাউনের কারণে বন্ধ রয়েছে সেগুলো খুলে দিলেও সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় নেবে। হুটহাট করে আগের অবস্থায় ফেরাটা সম্ভব না। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৭৯৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়