শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞার বিরুদ্ধে উমর আকমল আপিল করেছেন

স্পোর্টস ডেস্ক : [২] আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে উমর আকমলকে তিন বছরের নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক মাসের মাথায় এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন তিনি।

[৩] দুর্নীতির প্রস্তাব পেয়ে তা গোপন করার দায়ে উমরকে এ নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। পিএসএলের গত আসর শুরুর আগে এ প্রস্তাব পেয়েছিলেন তিনি। এরপর এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় এই ব্যাটসম্যানকে।

[৪] সে সময়েই এই সিদ্ধান্তের বিপক্ষে লড়াই করার কথা জানিয়েছিলেন উমর। পিসিবির শৃঙ্খলা আইনের ২.৪.৪ ধারা ভঙ্গ করায় এতো বড় শাস্তি পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। শাস্তির মেয়াদ কমানোর আশায় আপিল দায়ের করেছেন তিনি। - ক্রিকফ্রেঞ্জি

[৫] আরও কম শাস্তি পেতে পারতেন উমর। যদি জিজ্ঞাসাবাদের সময় বিচারকার্যে সঠিকভাবে সহায়তা করতেন। কিন্তু পিসিবিকে সহায়তা না করায় এবং অসংলগ্ন উত্তর প্রদানের জন্য ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

[৬] এই ধরণের অপরাধের জন্য সর্বনিম্ন ৬ মাস থেকে শুরু করে আজীবন পর্যন্ত নিষিদ্ধ করার শাস্তির বিধান আছে। আইসিসির অ্যান্টি করাপশন ২.৪.৪ ও ২.৪.৫ ধারায় বলা আছে, যদি কোনো ক্রিকেটার বাজিকরদের বাজে প্রস্তাব জানাতে ব্যর্থ হলে কমপক্ষে পাঁচ বছরের সাজা দেয়া হবে।

[৭] পাকিস্তানের পক্ষে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর। দেশের হয়ে ওয়ানডে খেলেছেন সর্বশেষ প্রায় ১৪ মাস আগে। টি-টোয়েন্টি খেলেছেন প্রায় ৮ মাস আগে। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১১ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়