শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ হাজার যা আগের হিসেবের চেয়ে ১০ হাজার বেশি

রাশিদ রিয়াজ : ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস নতুন করে করোনায় মৃতদের এ হিসেবে দিয়ে বলছে ঘরে করোনায় চিকিৎসরতদের মধ্যে যারা মারা গেছেন তাদের সংখ্যা গত ৮ মে ১০ হাজার ছাড়িয়ে যায়। ডেইলি মেইল

[২] ব্রিটেনের পরিসংখ্যান অফিস বলছে ইংল্যান্ড ও ওয়েলসে গত ৮ মে পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬ জন। যা এর আগে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছিল ২৯ হাজার ৩৪৯ জন। এর সঙ্গে স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের করোনা মৃতদের সংখ্যা যোগ করলে তা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে।

[৩] গত ৮ মে পর্যন্ত সাত দিনে করোনায় মৃতের সংখ্যা উল্লেখযোগ্য কমে আসলেও তা গড় মৃত্যুর সংখ্যায় ৩ হাজারের বেশি।
[৪] গত ৫ বছরে ব্রিটেনে গড়ে ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে কিন্তু এবছর করোনায় সে সংখ্যা ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ করোনায় প্রতিটি মৃত্যুকে বিয়োগান্তক হিসেবে অভিহিত করছে এবং সামাজিকখাতকে অধিক গুরুত্ব দিচ্ছে যাতে শারীরিক দূরত্ব নিশ্চিত রাখা যায়।

[৫] করোনায় মৃতদের ৪০ শতাংশ মারা গেছে ঘরে যাদের সংখ্যা ১১ হাজার ৬শ। নারীদের মধ্যে বয়স যাদের ৮৫ বা তার চেয়ে বেশি তারা মারা গেছে সবচেয়ে বেশি। অবশ্য এ বয়সের পুরুষের চেয়ে নারীর সংখ্যাও বেশি। হাসপাতালে মারা যাওয়ার সংখ্য ৬৬.৬ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়