শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে  স্বাস্থ্যকর্মীসহ আরও ৭জন করোনায় আক্রান্ত 

জাহিদুল হক চন্দন মানিকগঞ্জ প্রতিনিধি: [২] আজ মঙ্গলবার (১৯ মে) গত ২৪ ঘন্টায়  স্বাস্থ্যকর্মীসহ ৭জন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬ জন।

[৩] সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] নতুন আক্রান্ত ৭জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১জন নারী পরিবার কল্যাণ পরিদর্শক, ঘিওর উপজেলার একজন স্বাস্থ্য পরিদর্শকসহ ২ জন, সিংগাইর উপজেলা্ স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন ওয়ার্ড বয়সহ ৩জন এবং হরিরামপুর উপজেলার রয়েছেন ১জন।

[৫] সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।

[৬] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১৪৯৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৪২৯ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৫৬জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়