শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ সেনা সদস্য নিহত

ইমরুল শাহেদ : [২] ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, পৃথক দুটি সন্ত্রাসী হামলায় এই সেনা সদস্যরা নিহত হন। ডন, দি ইকোনোমিক টাইমস

[৩] আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা ফ্রন্টিটিয়ার কর্পসের একটি সেনা যান লক্ষ্য করে ম্যাচ এলাকায় ইম্প্রোভাইসড ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটালে ছয় জন সেনা সদস্য নিহত হয়।

[৪] ক্যাচ এলাকায় সন্ত্রাসীদের গুলি বিনিময় কালে অপর একজন সেনা সদস্য নিহত হয়।

[৫] পিএমএল-এন দলের প্রধান ও ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিহত সেনা সদস্যদের প্রতি সমবেদনা জানান।

[৬] মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারি টুইটারে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীরা আন্তর্জাতিকভাবে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ার কারণে তারা বড় ধরনের চাপের মধ্যে আছে। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইটা এখন সাফল্যের পথে।

[৭] এ মাসের শুরুর দিকে পাকিস্তান-ইরান সীমান্তে একজন সেনা কর্মকর্তাসহ আরো ছয় জন সেনা সদস্য নিহত হয়েছেন। এক্ষেত্রেও একই ধরনের বিস্ফোরক ব্যবহার করে সেনা যানের উপর হামলা চালানো হয়।

[৮] সেনা গণসংযোগের এক টুইটে বলা হয়, সেনা সদস্যরা বুলেদা এলাকায় টহল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। স্থানটি পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ১৪ কিলোমিটার দূরে। তারা সেখানে গিয়েছিলেন, সন্ত্রাসীদের চলাচলের পথ রেখি করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়