শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় করোনায় নতুন করে ১১জনসহ মোট ১৯ জন আক্রান্ত

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

[৩] আজ মঙ্গলবার ( ১৯ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ বলেন, গত রবিবার ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানে হয়ছিল। তাদের মধ্যে কুশলা ইউনিয়নের কুশলা গ্রামের ২ জন সেনারগাতী ১ জন টুপরিয়া গ্রামের ৩ জন। রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামের ১ জন, তারাশী গ্রামের ২ জন ও গোপালগঞ্জ সদর উপজেলার ২ জন করে মোট ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

[৫] এরা সবাই ঢাকা, নারায়নগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে কোটালীপাড়ায় এসেছে।

[৬] এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জন। তবে ১৯ জনের মধ্যে দুই জন সুস্থ হয়েছেন।

[৭] এদিকে ১৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ আশায় উপজেলা প্রশাসন থেকে আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের  এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায়

[৮] সকল দোকান পাঠ গণ পরিবহন বন্ধ ও যাহারা বাহির থেকে কোটালিপাড়ায় প্রবেশ করবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে থাকা সহ নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[৯] উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আয়নাল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল বক্তব্য রাখেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়