শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়িভাড়া মওকুফের দাবিতে বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি ভাড়াটিয়া পরিষদের

সমীরণ রায় : [২] মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবিতে বালিশ নিয়ে এ প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

[৩] ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের নেতারা বলেন, বিশ্বে আজ করোনার মহামারি চলছে। তেমনি এ অবস্থায় বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ এক দুর্বিষহ জীবন যাপন করছে। গ্যাস, বিদ্যুৎ, পানি ও ট্যাক্স আদায় বন্ধ রেখেছে সরকার। বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের বাড়ি ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানাভাবে হয়রানি করছেন এবং বাড়ি ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছেন, যা অমানবিক এবং প্রধানমন্ত্রীর নির্দেশকে অমান্য করার শামিল। ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রী এবং ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সিলেটের মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রামের মেয়র নাছির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান এমনকি দেশের খ্যাতিমান ব্যক্তিরা বাড়িওয়ালাদের বাড়ি ভাড়া না নেয়ার জন্য অনুরোধ করেছেন, আমরা তাদের স্বাগত জানাই।

[৪] তিনি আরও বলেন, করোনার কারণে লকডাউন হওয়ায় তারা কোনো কাজ করতে পারছেন না। বাইরে কোথাও যেতে পারছেন না। এ অবস্থায় রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। আর্টশিল্প, গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারী, সাংবাদিকসহ নানা পেশার কর্মজীবী মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছেন। এরই মধ্যে আবার দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। একদিকে করোনাভাইরাসের আতঙ্ক অন্যদিকে অর্থাভাব। সব মিলিয়ে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দেয়ার জন্যে এপ্রিল, মে ও জুন মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের জোর দাবি করছি।

[৫] এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, সাংগঠনিক সম্পাদক মো. কিরন মৃধা, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তফা, কেন্দ্রীয় নেতা মো. মাকসুদুর রহমান, ফয়সাল ইবনে কবির, শামীম ও দেলোয়ার। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রিন্সিপাল অ্যাডভোকেট আসলাম ও মশিউল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়