শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘গুজবে কান দেবেন না’, ভুয়া খবরে বিরক্ত কোয়েল

মুসফিরাহ হাবীব: [২] সোশাল মিডিয়ায় সচরাচর কোনও বিষয়ে মন্তব্য না করলেও এবার আর না করে পারলেন না অভিনেত্রী কোয়েল মল্লিক। পরিবারকে নিয়ে ভুয়া খবরে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার অনুরোধও করলেন।

[৩] কিছুদিন আগেই মা হয়েছেন ভারতীয় এই বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। পুত্র সন্তানের জন্ম দিয়েছে তিনি এবং আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মা হওয়ার অনুভূতি ভাগ করে নিয়েছেন কোয়েল। ছেলের ছবিও পোস্ট করেছেন। কিন্তু তাতে ভুয়া খবর থেমে থাকেনি। হাসপাতাল থেকে ছবি পোস্ট করার পরও নাকি তার বন্ধুর সন্তানের ছবিকে তার সন্তান হিসেবে খবর প্রচার করা হয়। কোথাও কোথাও শোনা গেছে তার সন্তান নাকি অসুস্থ। দ্রুত সোশাল মিডিয়ায় এসব খবর ছড়িয়ে পড়াতেই বেজায় বিরক্ত হন কোয়েল।

[৪] অবশেষে কোয়েল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছেলের ছবি শেয়ার করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সঙ্গে লেখেন, “আমি সবসময় আমার এবং আমার খুব কাছের মানুষদের নিয়ে ভুয়া খবরে চুপ থেকেছি, কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ, দয়া করে কোনও ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভাল আছি। ভাল থাকুন, ভাল রাখুন”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়