শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফিরে আসুন, প্রয়োজনে ফেরার ব্যবস্থা করবে পুলিশ : আইজিপি

ইসমাইল হোসেন ইমু : [২] কোভিড-১৯-এ সংক্রমণের মধ্যেই সরকারি নির্দেশনা অমান্য করে অনেকেই বাড়ী ফেরার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে পুলিশ মহা পরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ফিরে আসুন, প্রয়োজনে পুলিশ আপনাদের ফেরার ব্যবস্থা করবে।

[৩] মঙ্গলবার (১৯ মে) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘরে ফেরা মানুষদের প্রতি এ আহ্বান জানান।

[৪] আসন্ন ঈদ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেয়া আইনশৃঙ্খলা প্রস্তুতি জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনের শুরুতেই করোনা সংক্রমণ মোকাবেলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার অনুরোধ জানান।

[৫] তিনি বলেন, সরকারের নির্দেশ কেউ এবারের ঈদে বাড়ী ফিরবেন না, আমরা লক্ষ করছি অনেকেই নানা উপায়ে বাড়ী ফেরার চেষ্টা করছেন। কেউ কেউ পায়ে হেটেও যাচ্ছেন। এভাবে যাওয়ার ফলে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই বলবো, যেখানে আছেন, সেখানেই থাকেন। বেচে থাকলে অনেক ঈদ আসবে।

[৬] পুলিশ প্রধান বলেন, এই মুহুর্তে ফেরী ঘাটে ৩ নং সতর্ক সংকেত চলছে। এরমধ্যে অনেকে ফেরী ঘাটে ভীড় করছেন। না না চোড়াই পথে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছেন। আমরা নৌ-পুলিশকে বলেছি এগুলো প্রতিহত করতে। যারা ফেরী ঘাটে চলে গেছেন, তাদের বলবো ফিরে আসুন। প্রয়োজনে আপনাদের ফিরে আসার ব্যবস্থা পুলিশ করবে।

[৭] তিনি বলেন, এপ্রিল ২য় সপ্তাহ পর্যন্ত ২৩টা জেলা করোনামুক্ত ছিলো কিন্তু যখনই লোকজন চলাচল বাড়িয়ে দিলো, তখনই পুরো দেশজুড়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যেখানে যেখানে চেকপোস্ট, থেমে যান। ফিরে আসুন। দয়া করে আপনি যেখানে আছেন, সেখানেই থাকেন।

[৮] আইজিপি বলেন, ঈদ জামাতে খোলা জায়গায় নয়। মসজিদে পড়ুন। যতটা সম্ভব কম সময় থাকুন। বাসা থেকে সুরক্ষার সকল প্রস্তুতি নিয়ে যাবেন। আর দয়া করে ঈদের দিন কেউ সাইটসিং এ যাবেন না। মার্কেটে এই দোকান, ওই দোকান ঘুরে শপিং না করে স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফিরে যান। অনাকাঙ্খিত চলাচল বন্ধে পুলিশ সার্বক্ষণিক কাজ করে চলেছে।

[ ৯] সোশ্যাল ওয়াচ রয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, আমরা নিয়মিত সোশ্যাল ওয়াচ করছি। কেউ যদি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশবিরোধী প্রচারণা চালায়, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে। গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যম ভূমিকার প্রশংসাও করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়