শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সদস্যকে বহিষ্কার করায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতিকে প্রাণনাশের হুমকি

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাস সংক্রমণ রোধে সব সোনার দোনকান বন্ধ রাখার নির্দেশনা দেয় সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সেই নির্দেশনা অমান্য করায় সংগঠনের পক্ষ থেকে দুই সদস্যকে সাময়িকভাবে রহিষ্কার করা হয়।

[৩] এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বহিষ্কার হওয়া সদস্য বাজুসের সভাপতি এনামুল হক খান দোলনকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে সংগঠনের পক্ষ দাবি করা হয়েছে। সোমবার রাত ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদস্য ভাসাভী জুয়েলার্স লিমিটেড, গুলশানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা এবং পূরবী জুয়েলার্স (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাবু জগন্নাথ ঘোষকে বাজুস থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন এ বহিষ্কারাদেশ স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে পত্র প্রদান করা হয়।

[৫] এরপর বহিষ্কারাদেশে ক্ষুদ্ধ হয়ে কামাল জামান মোল্লা ১৭ মে আনুমানিক রাত ৮টার সময় বাজুসের সভাপতি এনামুল হক খান দোলনের ব্যক্তিগত মোবাইলে ফোন দিয়ে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন।

[৬] বিষয়টি বাজুসের কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে উপস্থাপন করলে শীর্ষ নেতারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ও নিন্দা জানায়। এ ঘটনায় বাজুসের সভাপতি রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৫২২) করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়