শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেট অনুমোদন দেবেন ১১ মন্ত্রী

সোহেল রহমান : [২] করোনার কারণে এবার বাজেট উপস্থাপনের আগ মূহুর্তে জাতীয় সংসদে অনুষ্ঠেয় বিশেষ মন্ত্রিসভার বৈঠকটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না। অর্থাৎ এ বিশেষ মন্ত্রিসভার বৈঠকে শুধু গুরুত্বপূর্ণ ও সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশ নেবেন।

[৩] জানা যায়, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছাড়াও এ বৈঠকে উপস্থিত থাকতে পারেনÑ স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী, বিদ্যুৎ-জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রমুখ।

[৪] এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকতে পারেন।

[৫] অন্যান্যের মধ্যে বৈঠকে সহায়তা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট ৪ জন, অর্থ বিভাগের ২/৩ জন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

[৬] জানা যায়, এবার জাতীয় সংসদে বাজেট পেশও করা হবে সীমিত পরিসরে। বাজেট পেশ করা হবে ১১ জুন।

[৭] প্রসঙ্গত: বর্তমান সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী রয়েছেন ৪৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন। কিন্তু দেশে করোনা মহামারী চলায় সবাইকে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না বলে সূত্র জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়