শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে শপিং করতে এসে থানা হাজতে কয়েকজন ক্রেতা

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জন ক্রেতা বিক্রেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

[৩] সোমবার ১৮ মে শপিং করতে এসে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন ৫জন ক্রেতা। তাদের সাথে গ্রেফতার করা হয়েছে ৪ জন বিক্রেতাকেও। তারা সকলেই পুরুষ। এছাড়াও স্বাস্থ্যবিধি না মেনে পণ্য ক্রয় করতে আসা ১৫ জন ক্রেতার কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায়, স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়াই ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ক্রেতারা। পুলিশ আরও জানান, করোনা ভাইরাস সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে নগরীতে। সংক্রমণের হার প্রতিদিনই থাকছে ৭০ এর উপর।

[৪] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বিকেলে নগরীর রিয়াজুদ্দিন বাজারে বিভিন্ন শপিং মলে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, অধিকাংশ দোকানই বাইরে তালা ঝুলিয়ে ভেতরে কেনাবেচা করছেন। স্বাস্থ্যবিধির কোন নির্দেশনাই মানছেন না ক্রেতা-বিক্রেতাগণ। সেখান থেকে চারজন বিক্রেতা ও পাঁচজন ক্রেতাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, “স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। স্বাস্থ্যবিধি না মানায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসি মহসীন আরো বলেন, নগরীর মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে সোমবার ড্রোন নিয়ে মাঠে নামে কোতোয়ালী থানা পুলিশ।

[৫] তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংক্রমণ আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি আরো জানান, মানুষকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়