শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধিসহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

আবদুল করিম : [২] চট্টগ্রামের লোহাগাড়ায় স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধিসহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে লোহাগাড়া মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৮ জনে।

[৩] ১৮ মে সোমবার সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনা পজেটিভ আসে। সোমবার রাত ৯ টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] আক্রান্তদের মধ্যে পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম (৩৮), স্বাস্থ্যকর্মী আবুল বশর (৩৫), ব্যবসায়ী মোহাম্মাদ রাসেল (৩৭) সহ দু’জন মহিলা রয়েছে।

[৫] ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়ী পদুয়া ফরিয়াদিরকুল এলকায় এবং পদুয়ার ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার, স্বাস্থ্যকর্মী আবুল বশরের বাড়ি লামা পার্বত্য উপজেলার কেয়াজু পাড়ায়, ব্যবসায়ী মোহাম্মাদ রাসেলের বাড়ি উপজেলার পূর্ব কলাউজানের মিয়াজি পাড়ায় এবং অপর দু’জন মহিলার বাড়ি উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের সওদাগর পাড়ায়।

[৬] ডা. মোহাম্মদ হানিফ বলেন, গত ১৪ মে ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছিল।আজ সোমবার সন্ধ্যায় পাঠানো রিপোর্টে তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ আসে। ৫ জনের মধ্যে ২ জন মহিলা ও ৩ জন পুরুষ। তিনি আরো বলেন, করোনা আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেয়া হয়েছে। তাঁরা সম্পুর্ণ সুস্থ হয়ে না উঠা পর্যন্ত হোম আইসোলেশনে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়