শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তেলের সর্বোচ্চ দরে চাঙ্গা ইউরোপের শেয়ারবাজার

মুসা আহমেদ: [২] করোনায় বিশ্বের বেশ কয়েকটি দেশে লকডাউন শিথিল হওয়ায় এক মাসে সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের দর। এ কারণে সোমবার ফের চাঙ্গা হয়েছে ইউরোপের শেয়ারবাজার। রয়টার্স

[৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্চ থেকে বিশ্বজুড়ে প্রাদুর্ভাব হওয়া করোনাভাইরাস এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ইউরোপসহ বিশ্বের বেশ কিছু দেশে লকডাউন শিথিল হওয়ায় বিশ্বজুড়ে বেড়েছে তেলের চাহিদা। ফলে চাহিদা বেশি থাকায় গত এক মাসে সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়েছে তেলের দাম। এ কারণে সোমবার আশার আলো দেখছে ইউরোপের স্টক মার্কেট।

[৪] ইউরোপ আমেরিকার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ। ফলে ‘দ্য প্যান স্টকস ৬০০’ সূচকে বেড়েছে ১.৯ শতাংশ। এদিকে শেয়ারবাজার চাঙ্গা হওয়ায় স্বস্তিতে রয়েছে জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের কোম্পানিগুলো।

[৫] এদিন, ব্রেন্ট ক্রুডের অপরিশোধিত তেলের দর দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৩৩.৯৮ ডলার। ১৩ এপ্রিলের পর এটিই এখন সর্বোচ্চ দর, যা দেখা যায়নি গত একমাসেও। এর আগে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর ৩.৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৩৩.৭২ ডলারে।

[৬] এদিকে ওয়েসট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেলের দর ৫.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৩১.০৩ ডলারে। যা গত দুই মাসে এটিই এখন সর্বোচ্চ পরিমাণের রেকর্ড।

[৭] এদিকে, করোনা মহামারির মধ্যেও ভালো আয় করেছে ইউরোপের সবচেয়ে বেশি বাজেটের বিমান প্রতিষ্ঠান রাইয়ানএয়ার। ১লা এপ্রিল হিসাব বছর শুরু হওয়া প্রতিষ্ঠানটির বছরে আয় বেড়েছে ১৩ শতাংশ। তবে করোনা মহামারির কারণে চাহিদা না থাকায় বার্ষিক মোট ২০ শতাংশ ফ্লাইট স্থগিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়