শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সময় থাকা সত্ত্বেও মৌসুম বাতিল, ক্যারিয়ার নিয়ে চিন্তিত ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক : [২] বছর শেষ হতে এখনো ছয় মাস বাকি। প্রতি বছর মৌসুম শুরু হয় ডিসেম্বর-জানুয়ারিতে। করোনার থাবায় বন্ধ থাকা লিগ নিয়ে তড়িঘড়ি করে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। গতকাল আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তবে ফেডারেশনের এমন সিদ্ধান্তে চিন্তায় পড়েছেন ফুটবলাররা।

[৩] জাতীয় লিগের দুয়েকটি ক্লাব ছাড়া বাকি দলগুলোর পারিশ্রমিকের পরিমাণ খুবই সীমিত। ঐ ক্লাবগুলো লিগ বাতিলের দাবিতে বেশি সোচ্চার ছিল। অনেকে বলেন ফুটবলারই ৮০-৯০ ভাগ পারিশ্রমিক অগ্রিম নিয়েছে। তা নিলেও হাতে গোনা অল্প কয়েকজন। বিশেষ করে যারা তারকা খ্যাতি পেয়েছেন এবং জাতীয় দলে খেলেন। কিন্তু লিগে খেলা ৯০ ভাগ ফুটবলারের অবস্থাই ভালো নয়।

[৪] মৌসুম পরিত্যক্ত হলো। এখন ক্লাবগুলো তাদের পাওনা নিয়ে কী করবে, সেটা ফুটবলাররা জানেন না। এ অবস্থায় অনেক ফুটবলারই পড়বেন অর্থনৈতিক ঝুঁকিতে। শুধু টাকা-পয়সা নয়, নিজেদের ফিটনেস ও ক্যারিয়ার নিয়েও শংকিত হয়ে পড়ছেন ফুটবলাররা। আগামীতে জাতীয় দলের ফুটবলারদের জন্যও এক কঠিন পরীক্ষা হবে নিজেদের ফিটনেসের প্রমাণ দেয়া।

[৫] জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলেন, পারফরম্যান্সের জন্য ফিটনেস ধরে রাখা জরুরি। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলতে যে ফিটনেস প্রয়োজন তার ৬০ ভাগের বেশি ঘরে বসে ধরে রাখা সম্ভব না। ওজন ঠিক রাখা আর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজই করা যায় বাসায়। জিম সুবিধা থাকলে হয়তো ফিটনেস ৮০ ভাগ পর্যন্ত রাখা সম্ভব হতো। কিন্তু সেটারও উপায় কই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়