শিরোনাম
◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস কিভাবে ছড়ালো, জাতিসংঘে তদন্তের প্রস্তাব বাংলাদেশসহ ৬২টি দেশের

লিহান লিমা: [২] সোমবার অস্ট্রেলিয়া ও ইউরোপিয় ইউনিয়নকে সমর্থন জানিয়ে একযোগে করোনা সংক্রমণ নিয়ে নিরপেক্ষ তদন্তের খসড়া প্রস্তাব দেয় বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, কানাডা, আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশ, রুশ ফেডারেশন ও সৌদিআরব।

[৩]সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সাধারণ সভার ৭৩তম অধিবেশনে এই দাবি জানিয়েছে দেশগুলো। পাশাপাশি করোনা মহামারী সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিক্রিয়া সম্পর্কেও স্বতন্ত্র তদন্তের প্রস্তাব দেয়া হয়েছে।

[৪]খসড়া প্রস্তাবে বলা হয়েচ্ছে, ‘করোনা মহামারীর জন্য বৈশ্বিক স্বাস্থ্য খাতে যে প্রভাব পড়েছে তা পর্যালোচনা করতে হবে। সেই সঙ্গে এই ভাইরাস প্রতিরোধে নিরপেক্ষ, স্বতন্ত্র পদক্ষেপ নেয়া হয়েছিলো কি না তা নিয়ে তদন্ত শুরু করা দরকার। প্রয়োজনে সদস্য দেশগুলোর সঙ্গে পরামর্শ করুক হু।’

[৫]অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের উৎস তদন্তের দাবি জানায়। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা সংক্রমণের তদন্ত করতে দেয়া অনেকটাই শিকারিকেই শিকার বন্ধ করে জঙ্গলের দেখভালের দায়িত্ব দেওয়ার মত। এই মহামারী রোধ করতে হু-এর পক্ষে আরও কার্যকরী প্রতিরোধ করা উচিত ছিল। আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখতে আন্তর্জাতিকভাবে একটি তদন্তের দরকার। এর জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।’

[৬]তবে এই তদন্তের প্রস্তাবে চীন বা উহানের নাম করে কেনো নির্দিষ্ট দেশ বা স্থানের কথা বলা হয় নি। গত বছরের নভেম্বরে সর্বপ্রথম উহানেই করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

[৭]এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৬ হাজারেরও বেশি। সুস্থ হয়েছেন ১৮ লাখ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন করোন মহামারী নিয়ে তথ্য গোপন করেছে আর তাতে সহায়তা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়