শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ পেতে টাকা নেয়ার অভি

মহসীন কবির : [২] প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ড প্রকল্পের জন্য মোবাইল হিসাব খুলতে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়েনের চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ডিবিসি টিভি

[৩] গত শুক্রবার (১৫ই মে) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র ব্যাপক সমালোচনার ঝড় তোলে। তাতে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার ময়দান হাটা ইউনিয়নের অন্তত ৩০ জন দরিদ্র নারী ভীড় জমিয়েছেন একটি দোকানে। তাদের দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম রুপম নির্ধারিত এই দোকান থেকেই ৫শ’ টাকার বিনিময়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে বলেছেন, যেখানে পাঠানো হবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ।

[৪] শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রথামিকভাবে চেয়ারম্যান এসএম রুপম বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য সিম ক্রয় বাবদ ২২০ টাকা এবং হোল্ডিং ট্যাক্স এর জন্য ২৮০ টাকা করে গ্রহণ করার কথা স্বীকার করেছে।

[৫] প্রধানমন্ত্রীর মানবিক সহায়তাভোগীদের সাথে এমন লেনদেন অবৈধ জানিয়ে ইউএনও বলেন, চেয়ারম্যানকে সিম ক্রয়ের টাকা বাদে বাকি টাকা ফেরত দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সেইসাথে বিষয়টি খতিয়ে দেখতে এরইমধ্যে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটিও। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়