শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরতে চান ভারতীয় শ্রমিকরা, ফের বিক্ষোভ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে

বাংলা ট্রিবিউন : বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বাংলাদেশ-ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজে নিয়োজিত ভারতীয় শ্রমিকেরা দেশে ফেরার জন্য আবারও বিক্ষোভ করেছেন। এদেশ থেকে নিজ দেশে ফিরে যেতে এবং বকেয়া মজুরি পরিশোধসহ মানসম্মত খাবারের দাবিতে রবিবার (১৯ মে) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন প্রায় চার শতাধিক ভারতীয় শ্রমিক।

দুপুরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাইরে চলে জিরো পয়েন্ট ছাড়িয়ে মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় অবস্থান নেন তারা। এসময় পুলিশ তাদের বিদ্যুৎ কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে উত্তেজিত হয়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। ঘটনার ঘবর পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শ্রমিকদের সূত্রে জানা যায়, ৩ মে ভারতীয় শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে বকেয়া মজুরি প্রদান ও মানসম্মত খাবার না দেওয়ায় দেশে পরিবারের কাছে ফিরতে বিক্ষোভ করেন। সেসসময় শ্রমিকদের ভারতে পাঠানো, বকেয়া মজুরি পরিশোধ ও মানসম্মত খাবার পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মত হয়। কিন্তু সেসব সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ১৩ দিনের মাথায় আবারও বিক্ষোভ করেন তারা।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, 'শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের বুঝিয়ে সড়কের পাশে নেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ১৮০২ জন বিদেশি রয়েছেন। এরমধ্যে ২১ জন চীনের ও ১৩৪৪ জন ভারতীয় নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়