শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ৩১ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউনের মেয়াদ

ইয়াসিন আরাফাত :‌ [২] করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে ৩১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে ভারত সরকার। সোমবার ১৮ মে থেকেই শুরু হচ্ছে চতুর্থ দফার এই লকডাউন। রোববার (১৭ মে) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন। এনডিটিভি, এই সময়, আজকাল

[৩] এই মেয়াদে আন্তঃরাজ্য চলাচলে অনুমতি দেয়া হয়েছে। এর ফলে আন্তঃরাজ্য বাস, গণপরিবহন চলবে। তবে সকল রাজ্যের বিমান, মেট্রো পরিষেবা, মল, জিম সেন্টার, স্কুল, কলেজ, ধর্মস্থান, সিনেমা হল, রেস্তোরাঁ, বারসহ বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে।

[৪] দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬০ বছরের ঊর্দ্ধে এবং ১০ বছরের নিচে বয়সীদের একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি বিচার করে রেড, অরেঞ্জ ও গ্রিন জোন চিহ্নিত করবে রাজ্যগুলি।

[৫] সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। এই মেয়াদে প্রয়োজনে দিনের বেলা বাইরে বেরতে পারবেন সাধারণ মানুষ। তবে কোনও বড় সমাবেশ করা যাবে না।

[৬] চতুর্থ দফা লকডাউনের নির্দেশিকায় বেশকিছু ক্ষেত্রে ছাড় দেয়া হলেও জারি থাকছে বেশকিছু পূর্ব নিষেধাজ্ঞা। দেশজুড়ে চালু করা হয়েছে নাইট কারফিউ। এই কারফিউ থাকবে রোজ সন্ধে সাতটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত।

[৭] এই মেয়াদের লকডাউনে জারি করানয়া নির্দেশিকায় ভারতের ক্রীড়াঙ্গণ ও স্টেডিয়ামগুলোতে খোলার অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে খেলা হলেও কোনও দর্শককে আপাতত ঢুকতে দেয়া হবে না স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়