শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. সমীর সাহা তার মেয়ে সেঁজুতি সাহার করোনার জিনোম উদঘাটন : বিল গেটসের করা পোস্টে মজার এক কাহিনি হয়েছে

রিবেল মনোয়ার : ড. সমীর সাহা তার মেয়ে সেঁজুতি সাহাকে সঙ্গে নিয়ে আমাদের বর্তমান গণশত্রু করোনাভাইরাসের জিনোম সিকুয়েন্সিং করেছেন তা নিয়ে হৈচৈ হচ্ছে। তাকে নিয়ে বিল গেটস কথা বলেছেন, তা নিয়েও হৈচৈ হচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বিল গেটস কথা বলায় হৈচৈর কী আছে? ‘বাঙালির আত্মসম্মানবোধ নেই, কোথাকার কোন এক বিল গেটসের কথায় আমরা খুশিতে নাচছি কেন’। এ নিয়ে বড্ড বেশি হৈচৈ হচ্ছে। এ সব হৈচৈ দেখে ভাবলাম লোকটাকে নিয়ে একটা সার্চ দিই। সার্চ রেজাল্টে যা আসলো তা দেখা গেলো আরও বড় হৈচৈ। তাদের নাম আমি জানতে পারলাম এই সেইদিন, আমাদের মিডিয়া লাইমলাইটে আনায়। অথচ তাকে নিয়ে বিল গেটস পোস্ট দিয়েছেন কবে? ঠিক ৪ মাস আগে, ১৫ জানুয়ারি।

 

( https://www.facebook.com/BillGates/posts/১০১৫৬৭৭৪৫৪৭০৮৬৯৬১) তাকে নিয়ে বিল গেটস ছোট্ট একটা ৩-৪ মিনিটের ডকুমেন্টারি (Gates Notes) পাবলিশ করেছেন কবে? আরও একদিন আগে, ১৪ জানুয়ারি। (https://www.youtube.com/ watch?v=BnDFm73IDVA) বিল গেটসের করা পোস্টে মজার এক কাহিনি হয়েছে। এক ভদ্রলোক কমেন্ট করেছেন। তিনি প্রথমেই বলেছেন ‘Great profile’। এরপর ডক্টর সাহা যে এই কমেন্টকারীর ফাউন্ডেশনকে পার্টনার হিসেবে বেছে নিয়েছেন তার গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সে জন্য ফাউন্ডেশনকে সৌভাগ্যবান মনে করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন ডক্টর সাহাকে তার গবেষণার ভবিষ্যৎ নিয়ে। কে এই কমেন্টকারী? তিনি ফেসবুক নামের ছোট্ট একটা প্রতিষ্ঠানের সিইও, তার নাম মার্ক জাকারবার্গ।

 

তবে এতো সব হৈচৈতে অবশ্য তাদের কিছু যাচ্ছে আসছে না বলেই প্রতীয়মান হচ্ছে, তারা নিভৃতে তাদের কাজ করে যাচ্ছেন। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এদেশের আরও একটা শিশু যেন নিবেদনপক্ষে তার পঞ্চম জন্মদিনটা দেখতে পারে। দেশের আর কোনো শিশুই যেন এমন কোনো প্রযুক্তির অভাবে পৃথিবী ছেড়ে চলে না যায়, যে প্রযুক্তি অনেক আগেই পৃথিবীতে এসেছে। আমাদের হৈচৈতে তারা থোড়াই বিচলিত। এসব হৈচৈয়ের তুলনায় এক ছোট দেবশিশুর মুখের হাসির আওয়াজ তাদের কানে অনেক বেশি মধুবর্ষণ করে হয়তো। (If youÕve read this far, you should share this post so that more and more people knows about the real heroes of our country আপনি এতোটুকুন পড়ে থাকলে পোস্টটা শেয়ার করার কথা ভাবতে পারেন, এই নায়কদের কথাই আমাদের ছড়িয়ে দেওয়া দরকার, নাটক-সিনেমার নায়কদের নয়)। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়