শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পাড়াপারের দায়ে ৩জনকে জরিমানা

সোহেল হোসাইন : [২] নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পাড়াপারের দায়ে মানিকগঞ্জে তিন নৌকার মালিককে জরিমানা করা হযেছে রবিবার বিকেলে যাত্রীপাড়াপাড়ের সময় হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।

[৩] সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, শিবালয় উপজেলার আরিচা ঘাট দিয়ে যমুনা নদীতে লঞ্চ এবং স্পীডবোটে যাত্রী পারাপার বন্ধ আছে। কিন্তু লোকচক্ষুর আড়ালে নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত নৌকায় একশ্রেণির অসাধু মাঝি এবং নৌকার মালিক যাত্রী পারাপার করছিলেন।

[৪] একারণে, রোববার বিকেলে তিনি যমুনা নদীর আরিচা ঘাট এলাকায় অভিযানে নামেন। অভিযানকালে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রীপাড়াপাড়ের সময় নৌকার ৩ মাঝিকে হাতেনাতে আটক এবং তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন বলে জানান তিনি।

[৫] নৌকার ৩ মাঝির বাড়ি পাবনা জেলার বেড়া এলাকায়। তারা পাবনার বেড়া থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রীপাড়াপাড় করে থাকেন বরে জানান তিনি।

[৬] অভিযানে শিবালয় থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়