শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সোমবার থেকে রেঁস্তোরা-দোকানপাট খুলছে ইতালি

মুসা আহমেদ: [২] দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করছে করোনায় জর্জরিত ইতালি। দেশটিতে সোমবার থেকে খোলা হচ্ছে রেঁস্তারা ও দোকানপাটসহ অন্যান্য বাণিজ্যিক ছোট ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠান।

[৩] টানা দুই মাস বাণিজ্যিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ খাকার পর দেখেশুনে পা ফেলছে ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। বাণিজ্যিক প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কার্যকরের দিকে নজর দিচ্ছে দেশটির সরকার। বলা হয়, কেনাকাটার ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এক্ষেত্রে অন্তত ১ মিটার দূরত্বে বজায় রাখার বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

[৪] এ বিষয়ে দেশটির মিলান শহরের বিভাগীয় বিপণিবিতান প্রতিষ্ঠান রিনাসসেন্ট’র প্রধান নির্বাহী পিয়ারলুইগি চচিনি বলেন, করোনা মহামারির কারণে বেশ কয়েক সপ্তাহ ধরে আমাদের প্রতিষ্ঠান বন্ধ ছিলো। এতদিন পর জানি না গ্রাহকদের লেনদেনে কেমন সাড়া পাব। তবে করোনার কারণে আমরা অন্যান্য প্রতিষ্ঠানের মত বিভিন্ন পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি।

[৫] তিনি বলেন, আশা আছে আগের মত সামনে আগানোর। তবে স্বাস্থ্যবিধির বেশ কিছু নিয়মকানুনে কড়াকড়ি থাকায় আগের মত ব্যবসা চালানো সম্ভব না। ‘কঠিন পরিস্থিতিতে অনেক কিছুই বদলে যায়’- কালের এই নীতি মেনেই কাজ চালিয়ে যেতে হবে।

[৬] দেশটির পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, বিভাগীয় বিপণিবিতানের মত প্রতিষ্ঠানগুলো থেকে বছরে অন্তত ৫ শতাংশ জিডিপি আসে দেশটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়