শিরোনাম

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুলতানা কামাল বললেন, মমতাজ বেগম একজন মুক্তিযোদ্ধা ছিলেন [২]নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন

দেবদুলাল মুন্না: [৩] রোববার ভোরে ঢাকার ভূতের গলির নিজ বাসভবনে মারা যান জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম। তিনি কয়েক দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর খবর শুনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘তিনি একসময় গণপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য ছিলেন।

[৪] তিনি ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত ও নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনের জন্য ‘নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

[৫] রোববার বাদ জোহর ঢাকার ভূতের গলি জামে মসজিদে জানাজা শেষে মমতাজ বেগমকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

[৬] জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের স্ত্রী মমতাজ বেগম। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

[৭]মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়