শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যুবরাজের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ চোখ বেঁধেই গ্রহণ করে চমকে দিলেন শচীন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : [২] করোনার প্রকোপে অন্য সব কাজের মতো খেলাধুলাও বন্ধ। এই সময়ে একঘেয়েমি জীবন কাটাচ্ছে সবাই। ভক্তদের বিনোদন দিতে সামাজিক মাধ্যমে বিভিন্ন কিছু করছেন তারকারা। তারই নমুনা দেখা গেলো ভারতীয় সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও শচীন টেন্ডুলকারের মধ্যে।

[৩] ব্যাটের চিকন এক পাশ দিয়ে বল জাগলিং করা বা টোকা দিয়ে লাফালাফি করানোর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যুবরাজ সিং। টুইটারে দেয়া তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শচীন টেন্ডুলকার পাল্টা যে ভেল্কি দেখিয়েছেন, তাতে কাবু হয়েছেন যুবরাজ নিজেই।

[৪] টুইটার পেজে ‘কিপ ইট আপ’ চ্যালেঞ্জ নাম দিয়ে একটি ভিডিও পোস্ট করেন যুবরাজ। তাতে দেখা যায়, ব্যাটের এক পাশ দিয়ে ক্রিকেট বল জাগল করছেন যুবি। আর মুখে বলছেন, করোনার কারণে ঘরে বসে থাকা সময়ে এটা করতে শচীন, রোহিত ও হরভজনকে চ্যালেঞ্জ দিচ্ছি। আমি জানি, মাস্টারব্লাস্টারের (শচীন) জন্য কাজটা সহজ, হয়তো রোহিতের জন্যও। কিন্তু হরভজনের জন্য নিশ্চিতভাবে সোজা হবে না।

[৫] চ্যালেঞ্জ গ্রহণ করে শচীন গতকাল শনিবার পাঠান পাল্টা ভিডিও। এবার দেখা যায়, ‘ভারতীয় ক্রিকেট ঈশ্বর’ খ্যাত তারকা একই কাজ করে দেখাচ্ছেন, তবে সেটা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে! আর মুখে বলেছেন, ‘যুবি তুই খুব সহজ একটা অপশন দিয়েছিস। আমি তোকে আরেকটু কঠিন একটা অপশন দিলাম। তোকে আমি চোখ কালো কাপড় দিয়ে বেঁধে করার জন্য মনোনীত করলাম। করে দেখা।

[৬] অবশ্য পরে ইন্সটাগ্রামে যুবরাজকে কৌশলটাও দেখিয়ে দেন শচীন। স্বচ্ছ কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বল জাগল করেছিলেন তিনি। ডেইলি স্টার

https://www.facebook.com/shebas.alam.1/videos/174751560680809/

  • সর্বশেষ
  • জনপ্রিয়