শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭১তম দিন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত ২২ হাজার ২৬৮

শাহীন খন্দকার: [২] ২৪ ঘণ্টা ৪২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে, নতুন করে যোগ হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ। ৮১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১২৭৩ জন । মোট করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে ১৭৫৪০৮টি। ১৪ জন নতুন করে মারা গেছেন। যাদের মধ্যে ১৩জনই পুরুষ ও একজন নারী। হাসপাতালে মারা গেছেন ১৩জন ও বাসায় মারা গেছেন একজন।

[৩] বাংলাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২৮ জন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১০টি আইসিউ বেড বেড়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন ব্রিফিংয়ে।

[৪] গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২৭ হাজার ৭৭৩ টি ফোন কল এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এ পর্যন্ত মোট ৫৮লাখ ১২ হাজার ৪৭৩টি ফোন কল গ্রহণ করা হয়েছে। অধ্যাপক নাসিমা সুলতানা গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৪ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন চার হাজার ৩৭৩ জন।

[৫] কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারী এর মধ্যে ঢাকা বিভাগের ৯ জন এবং চট্টগ্রাম বিভাগের পাঁচ জন। অঞ্চল বিবেচনায় ঢাকা শহরে মারা গেছেন পাঁচ জন, চট্টগ্রাম শহরে চার জন, সাভার এবং কেরানীগঞ্জে একজন করে এবং নারায়ণগঞ্জ, কুমিল্লায় ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন।

[৬] মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়