শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনজীবীরা ভার্চ্যুয়াল আদালত বর্জন ঘোষণা করলেও রাজশাহীতে আজ পাঁচ আসামির জামিন

মঈন উদ্দীন, রাজশাহী : [২] রোববার (১৭ মে)  রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালত থেকে তারা জামিন পান। এ দিনই আনুষ্ঠানিকভাবে এই ভার্চ্যুয়াল আদালতের যাত্রা শুরু হয়।

[৩] আদালত সূত্র জানিয়েছে, জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোট ছয়টি মামলার শুনানি করেন। এই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইব্রাহীম হোসেন প্রতিটি শুনানিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাষ্ট্রপক্ষে নিজের বক্তব্য উপস্থাপন করেন। ভার্চ্যুয়াল আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান আব্দুল কাইয়ুম এবং রাজশাহী বারের আইনজীবী শফিকুল ইসলাম।

[৪] আদালতে এ দিন শুনানি হওয়া ছয়টি মামলার মধ্যে তিনটি মামলার পাঁচ আসামির জামিন মঞ্জুর করা হয়।

[৫] প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে হাজতি আসামিদের জামিন শুনানির জন্য ভার্চ্যুয়াল কোর্ট চালু করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি জামিন সংক্রান্ত বিষয়সমূহ নিষ্পত্তি করার নির্দেশনা আসে সুপ্রিম কোর্ট থেকে। এ লক্ষে সংশ্লিষ্ট আদালতের আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়।

[৬] রাজশাহী আইনজীবী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ টি জাহেদী বলেন, আমিও বিষয়টি শুনেছি। কিছু তথ্য গোপন করে একজন আইনজীবী এটা করেছেন। তবে এখনও স্পষ্ট কিছু জানতে পারিনি। তাই তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা তা মন্তব্য করতে পারছি না। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়