শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে আইসোলেশনে একজনের মৃত্যু

অহিদ মুকুল নোয়াখালী : [২] এক দিনের ব্যবধানে নোয়াখালীতে আইসোলেশন ইউনিটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।

[৩] রোববার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির দেড় ঘণ্টার মাথায় ওই ব্যক্তি মারা যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। তাঁর বাড়ি শহরের দত্তেরহাট এলাকায়।

[৪] জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদউদ্দিন চৌধুরী আজ দুপুরে বলেন, ওই ব্যক্তি আজ সকাল ১০টার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি হন। পরবর্তীতে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছেন। তাৎক্ষণিক তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে স্তানান্তরের কিছুক্ষণ পর তিনি মারা যান।

[৫] এর আগে গত শুক্রবার রাত সোয়া একটার দিকে হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তিনি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে গত ১৫ দিনে নোয়াখালীতে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হলো। এর মধ্যে দুজনই নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মারা গেছেন। সমাপদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়