শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।

[৩] ক্যাম্পের নেতৃত্ব দেন, লালমনিরহাট সেনাবাহিনীর মেডিকেল অফিসার ক্যাপ্টেন রামীম ও সহকারী মেডিকেল অফিসার কর্পোরাল রফিক। এসময় আরও উপস্থিত ছিলেন, চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ও ইউপি সদস্য ছাবেদ আলী।

[৪] জানা গেছে, ৬৬ পদাতিক ডিভিশন লালমনিরহাট সেনাবাহিনীর এর উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল থেকে ক্যাম্পের চিকিৎসকরা বিভিন্ন বয়সের রোগী দেখেন। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে সেনা বাহিনীর চিকিৎসকরা এলাকার ১শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেন। এসময় রোগীর ব্যবস্থাপত্রের সাথে বিনামুল্যে ওষুধ দেয়া হয়। মেডিক্যাল ক্যাম্পে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনা বিষয়ক স্বাস্থ্য সচেতনতার নানান পরামর্শ দেয়া হয়। চিকিৎসার আগে প্রত্যেককে জীবানুনাশক স্প্রে পয়েন্টের মাধ্যমে জীবানুমুক্ত করা হয়।

[৫] চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ঋতু পরিবর্তনজনিত কারণে যে সব রোগ হয়ে থাকে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা দেয়া হয়ছে। এ জন্য জ্বর, সর্দি, কাশি সংশ্লিষ্ট রোগের চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে।

[৬] সহকারী মেডিকেল অফিসার কর্পোরাল রফিক জানান, জেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের চিকিৎসা সেবা পৌছে দিতে আমাদের এ আয়োজন।

[৭] এ ব্যাপারে লালমনিরহাট সেনাবাহিনীর মেডিকেল অফিসার ক্যাপ্টেন রামীম জানান, দেশের এ ক্রান্তিকালে জেলায় সেনাবাহিনীর উদ্যোগে আমরা ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছি। রোগীর ব্যবস্থাপত্রের সাথে বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়