শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রতি রাতেই এমপির জন্য অপেক্ষা করে ক্ষুধার্ত কুকুরগুলো

আপেল মাহমুদ : [২] মরণঘাতী করোনাভাইরাসের কবলে দেড় মাসের অধিক সময় ধরে ঘরবন্দি হয়ে আছে মানুষ। করোনা প্রতিরোধে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এর প্রভাব পড়েছে প্রাণীকূলের ওপরও। কষ্টে আছে রাস্তার ছিন্নমূল কুকুরগুলো।

[৩] দোকান, হোটেল ও রেস্তোরাঁসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় খাবার জুটছে না পথের কুকুরগুলোর। তাই এসব কুকুরের মুখে খাবার দিতে এগিয়ে এসেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আলমাহি এরশাদ।

[৪] চলমান করোনা পরিস্থিতিতে প্রতিদিন রংপুর নগরীর ভাসমান এই প্রাণীদের একবেলা খাবার দিচ্ছেন এই সাংসদ। দুই সপ্তাহ ধরে রাতে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পাউরুটি, খিচুড়ি, মুরগির মাংসসহ বিভিন্ন খাবার খাওয়াচ্ছেন তিনি ও তার স্ত্রী।

[৫] নগরীর শাপলা চত্বর সংলগ্ন এলাকার শফিক নামে এক ব্যক্তি জানান, মাঝে মাঝে রাত ১০-১১টার দিকে হাঁটতে বেরিয়ে তিনিও দেখেছেন নিজ হাতে সাদ এরশাদ কুকুরগুলোকে খাবার খাওয়াচ্ছেন। কুকুরগুলো এমপির এতটাই ভক্ত হয়েছে যে তিনি আসা মাত্রই সবগুলো কুকুর তার চারপাশ ঘিরে থাকে।

[৬] খোঁজ নিয়ে জানা যায়, চলমান করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাদ এরশাদ। ওই সভায় নগরীর ৪৭টি পয়েন্টে প্রায় তিন শতাধিক ভাসমান কুকুরের অবস্থান এবং তাদের খাওয়ানোর বিষয়ে আলোচনা হয়। সেখান থেকে তথ্য নিয়ে এসব কুকুরকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

[৭] এ বিষয়ে সাংসদ সাদ এরশাদ বলেন, এমনিতেই পশুপাখি আমাকে খুবই টানে। ঢাকা কিংবা রংপুর যেখানেই থাকি না কেন, এদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। করোনাভাইরাসের কারণে আমাদের অনেকেই কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন।

[৮] দোকানপাট বন্ধ। এই অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো নগরীর অসংখ্য কুকুরের খাবারের সংকট দেখা দিয়েছে। এসব কুকুরকে ঠিকমতো খাবার না দিলে অনেক সময় মানুষের হাত থেকে খাবার নিতে আক্রমণ করে। তাই এই দুর্যোগময় মুহূর্তে মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের খাওয়ানোর চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়